
তৌফিকুর রহমান তাহের, প্রতিনিধি,সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ধর্মপাশায় আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
নিহত শরীফা আক্তার (২৭) নেত্রকোনার মোহনগঞ্জের দেওথান গ্রামের রমজান আলীর মেয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ছুরিকাহতকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে তাকে রেফার করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
জানা যায়, ১০ বছর আগে ধর্মপাশা উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শরীফা আক্তার। তাদের একটি সাড়ে তিন বছর বয়সী একটি কন্যা সন্তানও আছে। কিন্তু গত এক বছর আগে পারিবারিক নানা বিষয়ে দাম্পত্য কলহ ঝগড়াবিবাদ লেগেই থাকতো।ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে আক্তার হোসেন তার মেয়েকে নিজের হেফাজতে পাওয়ার দাবিতে আদালতে মামলা করেন। আজ মামলার হাজিরার দিন ছিল। এ সময় হাজিরা দিতে এসে মেয়েকে রাখা নিয়ে কথা-কাটাকাটি হয় স্বামী আক্তারের সঙ্গে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে আদালত প্রাঙ্গণের সামনে সাবেক স্বামী আক্তার হোসেন তার স্ত্রী শরীফা আক্তারকে ছুরিকাঘাত করেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক দৈনিক নেত্রপ্রকাশ জানান, সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় জড়িত স্বামী আক্তার হোসেন আটক করা হয়েছে। ধারালো ছুরিটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন ডেস্কঃ 
















