
শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে আজ ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের আয়োজনে এ সভাটি আজ ৪ অক্টোবর ২০২৫ ইংরেজী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
সিনিয়র টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মৎস্য অধিদপ্তরের মাঠ কর্মকর্তা শহীদুল আলমের সঞালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন টেকনাফ কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আরিফ মাহমুদ, টেকনাফ নৌ-পুলিশ ইনচার্জ মোঃ আতিকুল হক, টেকনাফ ২ বিজিবির নায়েক সুবেদার আঃ কাদির।
জনসচেতনতা সভায় জেলে সংশ্লিষ্ট আলোচনায় অংশ নেন টেকনাফ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সভাপতি গিয়াস উদ্দিন বুলু, রেডিও নাফ ৯৯.২ এফএম এর সিনিয়র বার্তা সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, আমার বার্তার টেকনাফ উপজেলা প্রতিনিধি তোফাইল, পৌর নাইট্যং পাড়া মাছ ঘাটের সভাপতি মোঃ ইব্রাহিম, সাবরাং বোট মালিক সমিতির সভাপতি কেফায়েত উল্লাহ প্রমূখ।
সিনিয়র টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, জেলেদের সচেতন করতে সবখানে আমাদের প্রচার প্রচারণা চলমান রয়েছে। এ ২২ দিন যেহেতু ইলিশ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ও দন্ডনীয়, অপরাধ তাই শতভাগ প্রত্যাশা করছি আপনারা টেকনাফ উপজেলা প্রশাসনের সম্মান রক্ষার্থে সরকারি আইন মেনে চলবেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ও গঠনমূলক বক্তব্যে বলেন, সরকারি নিষেধাজ্ঞা মতে নদী, মোহনা ও সাগরে ইলিশ সহ সকল প্রজাতির মৎস্য আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময়ে ইলিশ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, বিনিময় নিষিদ্ধ ও দন্ডনীয়, অপরাধ। আপনারা আইন মেনে চলবেন। কেউ সরকারি নিষেধাজ্ঞা না মানলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে৷ নিষেধাজ্ঞা চলাকালীন আপনাদের সরকারি বরাদ্দ সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি তিনি সরকারি আইন মেনে চলার জন্য জেলেদের সচেতন করতে সম্প্রচার গণমাধ্যম কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সহ সবখানে প্রচার প্রচারণা চালিয়ে যেতে কর্মরত সকল গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

অনলাইন ডেস্কঃ 
















