
রাকিব হাসান কলমাকান্দা( নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় আজ সোমবার ০৩ নভেম্বর দুপুরে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি ড. পাওয়ান উপাধ্যায় যিনি নেপাল জাতীয় এবং ডব্লিউএইচও নেপাল অফিসের প্রতিনিধি।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিচালক প্রদীপ সাহা, ডব্লিউএইচও’র বিভাগীয় প্রধান নুসরাত জাহান এবং কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আল মামুন।
পরিদর্শনকালে প্রতিনিধি দল টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুম, রেজিস্টার ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন।

অনলাইন ডেস্কঃ 

















