
আদিলুর রহমান আদিল
গফরগাঁও উপজেলা প্রতিনিধি।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল নেতা বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২৫ অক্টোবর) এক স্মরণ সভার আয়োজন করা হয়।
নাজমুল হক ফাউন্ডেশনের আয়োজনে স্মরণ সভাটি অনুষ্ঠিত হয় গফরগাঁওয়ের সফির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন স্থানে। সভার সভাপতিত্ব করেন নাজমুল হকের ছোট ছেলে নাদিমুল হক, আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বড় ছেলে নাহিদুল হক ও মরহুমের জামাতা উজ্জ্বল মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য ও গফরগাও উপজেলার সাবেক যুগ্ন আহবায়ক আলহাজ্ব মুশফিকুর রহমান,পাগলা থানার বিএনপি’র সাবেক আহবায়ক ডাক্তার মুফাখখারুল ইসলাম রানা,পাগলা থানা সাবেক ১নং যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান বাচ্চু, পাগলা থানা সাবেক যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আলফাত্তা খানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে প্রধান অতিথি ডা. জাহিদ বলেন, “বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক ছিলেন গফরগাঁও বিএনপির অন্যতম সংগঠক। তাঁর অবদান ও আদর্শ আজও আমাদের প্রেরণার উৎস। গফরগাঁও বিএনপির ভিত্তি রচনায় তাঁর ভূমিকা চিরস্মরণীয়।”
তিনি আরও বলেন, “নাজমুল হক ছিলেন ত্যাগী, সৎ ও আদর্শবান নেতা। তাঁর দেখানো পথে চলেই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এগিয়ে নিতে হবে।”
স্মরণ সভায় বক্তারা নাজমুল হককে গফরগাঁওবাসীর অনুপ্রেরণার প্রতীক হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, তাঁর সততা, সাহসিকতা ও সংগঠনের প্রতি নিষ্ঠা নতুন প্রজন্মের কাছে উদাহরণ হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সার্বিকভাবে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ, শ্রদ্ধানত ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।

অনলাইন ডেস্কঃ 



















