
মোঃ মুনিরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রতিনিধিঃ
গোমস্তাপুর উপজেলার সভা কক্ষে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে সমবায় শ্লোগান ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ সামনে রেখে একটি র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন এবং সমবায় বিভাগের সহযোগিতায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। এই সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি কৃষ্ণ চন্দ্র, উপজেলা সমবায় অফিসার সুলতান আলম খান, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর ট্রাক বন্দোবস্তো সমবায় সমিতির সাধারণ সম্পাদক জামিল আলম কাদরি, রহনপুর স্বাস্থ্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, উপজেলা হিসাব রক্ষক অফিসার আজিজুর রহমানসহ আরও অনেকে।

অনলাইন ডেস্কঃ 
















