ঢাকা , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদনে নিজ উপজেলা সংবর্ধনা সিক্ত হয়েছেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের নাশকতা রুখতে মাঠে ছাত্রশিবির টেকনাফের সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে মায়ানমারগামী বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ জন পাচারকারী আটক। জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন বিষয়ে জাতির উদ্দেশে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ টেকনাফে ৯ হাজার ৮০০পিস ই’য়া’বা’সহ কোস্ট গার্ডের অভিযানে এক যুবক আটক। বিশ্ব ডায়াবেটিস দিবস আজ দেশে ১ কোটি ৩৮ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত অন্তর্বর্তীকালীন সরকার এখন আর নিরপেক্ষ নেই: তাহের বড়াইগ্রামে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় অভিযোগ চিতলমারীতে বিএনপি কর্মী রসুল শেখ কে কুপিয়ে জখম করেছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দিরাই-শাল্লায় আজমল হোসেন চৌধুরী জাবেদের পক্ষে বিএনপির গণমিছিল ও সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে নাচোলে সীমানা প্রাচীর ভেঙে বাড়ি দখলের চেষ্টা, বাধা দিতে গিয়ে হামলার শিকার পরিবার হাসপাতালে ভর্তি

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৪৭ বার

মোঃ মনিরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রতিনিধিঃ

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিনের সীমানা প্রাচীর ভেঙে একটি বাড়ি দখলের চেষ্টার সময় বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন একই পরিবারের ৪ সদস্য। আহত হয়ে তারা বর্তমানে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে নাচোল উপজেলার বাজারপাড়া এলাকায় এই বাড়ি দখল চেষ্টা ও হামলার ঘটনা ঘটে। হামলার পর জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ কল পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

এ ঘটনায় আহতরা হলেন, নাচোল বাজারপাড়া এলাকার মৃত ইব্রাহিম শেখের ছেলে আমিনুল ইসলাম (৫১), তার স্ত্রী কামরুন্নাহার খাতুন (৪৮), তাদের দুই ছেলে আল আমিন বিপু (২৫) ও কলেজছাত্র আব্দুর রহমান বাপ্পি (১৯)। আহতদের মধ্যে কামরুন্নাহার ও তার ছেলে বিপু এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় থানায় এজাহার দিয়েছে হামলার শিকার পরিবার।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, আহতের পরিবার, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের সাথে বিরোধ ছিল আমিনুল ইসলামের। এরই জের ধরে মঙ্গলবার আমিনুলের বাড়ির পাশে থাকা সীমানা প্রাচীর ভাংচুর করে তার ভাই দুলাল ও কয়েকজন ভাতিজা ও ভাগনে। এসময় বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় আমিনুলের উপর। বাধা দিতে গেলে আমিনুলের স্ত্রী ও দুই ছেলেসহ তাকে বেধড়ক মারধর করে। পরে ৯৯৯ এর ফোনে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত আল আমিন বিপু জানান, এর আগে আমাদের একটি দোকানঘর দখল করেছে তারা। আমাদেরকে নানাসময়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। মঙ্গলবার লোকজন নিয়ে এসে জোরপূর্বক সীমানা প্রাচীর ভেঙে বাড়ি দখল করার চেষ্টা করলে বাধা দিতে গিয়ে আমাদের পুরো পরিবার হামলার শিকার হয়। পরিবারে থাকা ৪ জনকেই বেধড়ক মারধর করেছে তারা। আমরা এর ন্যায়বিচার চাই।

হাসপাতালে চিকিৎসাধীন কামরুন্নাহার খাতুন বলেন, স্বামীর উপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায় তারা। এসময় স্বামীকে রক্ষা করতে গিয়ে আমাকে ও আমার দুই ছেলে মারধর করেছে তারা। দিনের বেলায় প্রকাশ্যে এমন হামলার শিকার হয়ে এখনো আমাদের পুরো পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি। থানায় এজাহার দিয়েছি, আশা করি আমরা ন্যায়বিচার পাব।

অভিযুক্ত দুলালের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মারধরের ঘটনায় থানায় এজাহার নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মদনে নিজ উপজেলা সংবর্ধনা সিক্ত হয়েছেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

চাঁপাইনবাবগঞ্জে নাচোলে সীমানা প্রাচীর ভেঙে বাড়ি দখলের চেষ্টা, বাধা দিতে গিয়ে হামলার শিকার পরিবার হাসপাতালে ভর্তি

আপডেট টাইমঃ ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

মোঃ মনিরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রতিনিধিঃ

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিনের সীমানা প্রাচীর ভেঙে একটি বাড়ি দখলের চেষ্টার সময় বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন একই পরিবারের ৪ সদস্য। আহত হয়ে তারা বর্তমানে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে নাচোল উপজেলার বাজারপাড়া এলাকায় এই বাড়ি দখল চেষ্টা ও হামলার ঘটনা ঘটে। হামলার পর জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ কল পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

এ ঘটনায় আহতরা হলেন, নাচোল বাজারপাড়া এলাকার মৃত ইব্রাহিম শেখের ছেলে আমিনুল ইসলাম (৫১), তার স্ত্রী কামরুন্নাহার খাতুন (৪৮), তাদের দুই ছেলে আল আমিন বিপু (২৫) ও কলেজছাত্র আব্দুর রহমান বাপ্পি (১৯)। আহতদের মধ্যে কামরুন্নাহার ও তার ছেলে বিপু এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় থানায় এজাহার দিয়েছে হামলার শিকার পরিবার।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, আহতের পরিবার, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের সাথে বিরোধ ছিল আমিনুল ইসলামের। এরই জের ধরে মঙ্গলবার আমিনুলের বাড়ির পাশে থাকা সীমানা প্রাচীর ভাংচুর করে তার ভাই দুলাল ও কয়েকজন ভাতিজা ও ভাগনে। এসময় বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় আমিনুলের উপর। বাধা দিতে গেলে আমিনুলের স্ত্রী ও দুই ছেলেসহ তাকে বেধড়ক মারধর করে। পরে ৯৯৯ এর ফোনে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত আল আমিন বিপু জানান, এর আগে আমাদের একটি দোকানঘর দখল করেছে তারা। আমাদেরকে নানাসময়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। মঙ্গলবার লোকজন নিয়ে এসে জোরপূর্বক সীমানা প্রাচীর ভেঙে বাড়ি দখল করার চেষ্টা করলে বাধা দিতে গিয়ে আমাদের পুরো পরিবার হামলার শিকার হয়। পরিবারে থাকা ৪ জনকেই বেধড়ক মারধর করেছে তারা। আমরা এর ন্যায়বিচার চাই।

হাসপাতালে চিকিৎসাধীন কামরুন্নাহার খাতুন বলেন, স্বামীর উপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায় তারা। এসময় স্বামীকে রক্ষা করতে গিয়ে আমাকে ও আমার দুই ছেলে মারধর করেছে তারা। দিনের বেলায় প্রকাশ্যে এমন হামলার শিকার হয়ে এখনো আমাদের পুরো পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি। থানায় এজাহার দিয়েছি, আশা করি আমরা ন্যায়বিচার পাব।

অভিযুক্ত দুলালের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মারধরের ঘটনায় থানায় এজাহার নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।