
পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি
পূর্বধলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমানের সঙ্গে (২৪ সেপ্টেম্বর) বিকেলে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, পূর্বধলা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে ফোরামের নেতারা নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পূর্বধলার উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে মতবিনিময় করেন। ইউএনও মো. আনিছুর রহমান সাংবাদিকদের আন্তরিকতা ও সহযোগিতার প্রশংসা করে বলেন, “উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন ও গণমাধ্যমের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি ওয়াসিমুল বারী, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সহ-সভাপতি জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক সাকিব আবদুল্লাহ এবং অন্যান্য সদস্যবৃন্দ।
সাক্ষাৎ শেষে ফোরামের পক্ষ থেকে ইউএনও’র সফল দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানানো হয়।

অনলাইন ডেস্কঃ 



















