
শাহ মোঃ মনির হোসেন- ধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
ধর্মপাশা উপজেলার মাটিকাটা সরকারি প্রাথমিক স্কুল মাঠে বিভিন্ন শ্রেণীর পেশার নারী ও পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উঠান বৈঠকে সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী এবং সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক, তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনিসুল হক সাংবাদিক দের এক প্রশ্নের উত্তরে বলেছেন, জুলাই সনদ যেন অনুমোদন পেতে পারে তার জন্য সংসদ নির্বাচন এবং গণভোট একইদিনে হবে। জুলাই সনদ স্বাক্ষর হোক, তবে এদেশের জনগন জুলাই সনদ প্রত্যাখ্যান করবে না রাখবে একই দিনে এটা নির্বাচিত হবে। সে জন্য আমরা চায় গণভোট হতে হবে সেদিন একসাথে হোক, সংসদ নির্বাচনের আগে বা পরে নয় ।
আগামীর রাষ্ট্রগঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির মুক্তির সনদ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১নভেম্বর ) বিকাল ৪ টার দিকে ২নং সেলবরষ ইউনিয়নের মাটিকাটা সরকারি প্রাথমিক স্কুলে মাঠে বিএনপি আয়োজিত উঠান বৈঠকে ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ রফিক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো’র সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ ১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, উপজেলা আহবায়ক কমিটির সদস্য আফজাল হোসেন স্বপন।
এছাড়া অন্যান্যের মাঝে বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবির, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ,ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য হামিদুল ইসলাম রতন, ওয়াহিদুল ইসলাম,সাদেক তালুকদার, নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইনুল হক জিলানী, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর আহমেদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাবিবুল্লাহ, সেলবরষ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাকিবুর রহমান প্রমুখ।

অনলাইন ডেস্কঃ 
















