
শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে ২৫অক্টোবর ২০২৫ইং দুপুর ২টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির চেকপোস্টে দায়িত্বরত মাদক শনাক্তকরণে দক্ষ কে-নাইন (K-9) ডগ ‘মেঘলা’ হ্নীলা হতে টেকনাফগামী ১টি ইজি বাইককে নিয়মিত তল্লাশির জন্য থামায়। বাইকটি তল্লাশির এক পর্যায়ে নারকোটিক্স ডগ ‘মেঘলা’ নির্দিষ্ট যাত্রীর শরীর ও ইজি বাইকে মাদকের অবস্থান সম্পর্কে ইঙ্গিত দেয়। মেঘলার অব্যাহত সংকেত এবং একই সঙ্গে যাত্রীর ও চালকের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে বিজিবি সদস্যরা বিস্তারিত তল্লাশি করে ইজি বাইকের পিছনের সীটের নীচে বিশেষভাবে লুকানো অবস্থায় পানির বোতলের ১৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার এবং মদ বহনকারী ইজি বাইকসহ টেকনাফ৷ নাইট্যং পাড়ার আব্দুল জাব্বারের পুত্র ইয়াছিন আরফাত, আমিন শরীফের পুত্র এনায়েত উল্লাহ, দিল মাহমুদের পুত্র আব্দুর রহমান, ঝালকাটি রাজাপুর থানার চারাখালী গ্রামের বাবুল হোসেনের পুত্র রাশেদুল করিম নিজাম ও টেকনাফ ডেইল পাড়ার মোহাম্মদ জলিলের পুত্র মোহাম্মদ আমিনকে গ্রেফতার করা হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান (পিএসসি) জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

অনলাইন ডেস্কঃ 
















