ঢাকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশীর আত্মীয়-স্বজনকে দেখাতে সহযোগিতা করল বিজিবি – বিএসএফ স্বৈরাচার তাড়ানো তরুণরাই দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: জামায়াত আমির সেন্টমার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযানে ১টি ট্রলিং বোট ও থাই জালসহ ১৯ জন গ্রেফতার। সৌদি আরব অবৈধ প্রবাসীদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে জাওয়াজাত।  প্রেমের টানে সিলেট থেকে আটপাড়ায় প্রেমিকা, নোটারি পাবলিকের মাধ্যমে সম্পন্ন হলো বিয়ে বারহাট্টায় সরকারি রাস্তা নিয়ে সংঘর্ষ, শিশু ও বৃদ্ধসহ আহত ৪ ‎ সাধারণ মানুষের আস্থার প্রতীক মোঃ সোলায়মান খোকা তালুকদার ভোলাহাটে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব, সংহতি ও হাঁরঘে পদ্মা বাঁচাও এর দাবীতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত!!  সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ 

‎টেকনাফে ১লক্ষ ৮০হাজার ইয়াবা উদ্ধার ; খানকার ডেইলের জয়নাল পলাতক

মেহেদী হাসান আরফাত
টেকনাফ উপজেলা প্রতিনিধি


‎গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মায়ানমার থেকে মাদকের একটি বিশাল চালান বাংলাদেশের নাজিরপাড়া বিওপি’র আওতাধীন নারিকেল কাঠি সংলগ্ন ‘সাইফুলের ঘের’ নামক বিরুপ ভূমি রুপের জলাবদ্ধ স্থান দিয়ে প্রবেশের চেষ্টা করবে।

নিজস্ব গোয়েন্দাদের এই তথ্যের গুরুত্ব অনুধাবন করে, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক একটি চৌকস দল নির্বাচন করে একটি নিশ্ছিদ্র অভিযানের নীলনকশা প্রণয়ন করেন।অধিনায়কের সূক্ষ্ম পরিকল্পনা ও নির্দেশনার ফলস্বরূপ,
‎আজ, ২৮ অক্টোবর ২০২৫ তারিখ, আনুমানিক ০১:০০ ঘটিকায় নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-৬ হতে প্রায় ৫০০ গজ উত্তর-পশ্চিমে, ঘন ও গহীন ঝোপঝাড়ের আড়ালে আভিযানিক দলটি কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ০২:০০ ঘটিকায়, টহলদলের তীক্ষ্ণ নজরদারিতে ৪/৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে রাতের আঁধারে মায়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের দিকে নাফ নদী হয়ে খাল ধরে ঘেরের পানি দিয়ে সন্তর্পণে মাদকের ভারী বস্তাসহ সাঁতার দিয়ে আসতে সনাক্ত করা হয়। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে, বিজিবি দল যখন মাদক কারবারিদেরকে আত্মসমর্পণের জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, ঠিক তখনই মাদক কারবারিরা অতর্কিতভাবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। নিশ্চিত গ্রেফতার থেকে নিজেদেরকে বাঁচাতে, তারা মাদকের বস্তাগুলো দ্রুত পানিতে ভাসিয়ে দিয়ে রাতের গভীর অন্ধকারের সুযোগে ডুব সাঁতার দিয়ে পার্শ্ববর্তী গ্রামে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে, টহলদল ঘটনাস্থল ঘিরে রেখে পানিতে দীর্ঘ সময় পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করে চোরাকারবারীদের ফেলে যাওয়া কয়েকটি বস্তা হতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১,৮০,০০০ (এক লক্ষ আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সমর্থ হয়। বিজিবি’র সতর্ক সীমান্ত প্রহরা এবং নিবিড় গোয়েন্দা নজরদারির ফলস্বরূপ এই অভিযান সফল হলেও, পাচারকারীরা সাময়িকভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

‎পলাতক আসামীর বিস্তারিত নিম্নরুপঃ
‎ জয়নাল আবেদীন (৩৩), পিতা -ইমান হোসেন।
‎ঠিকানাঃ গ্রাম-খানকার ডেইল, ওয়ার্ড নাম্বার ০৯, টেকনাফ পৌরসভা, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

‎ পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু এবং আটককৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ মডেল থানায় দ্রুত হস্তান্তর করা হবে।

এই সফল অভিযান বিজিবি’র পেশাদারিত্ব, দেশপ্রেম এবং সীমান্ত সুরক্ষায় তাদের ‘জিরো টলারেন্স’ নীতির এক সমুজ্জ্বল ও আপোসহীন দৃষ্টান্ত।

 

 

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার,

‎টেকনাফে ১লক্ষ ৮০হাজার ইয়াবা উদ্ধার ; খানকার ডেইলের জয়নাল পলাতক

আপডেট টাইমঃ ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

মেহেদী হাসান আরফাত
টেকনাফ উপজেলা প্রতিনিধি


‎গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মায়ানমার থেকে মাদকের একটি বিশাল চালান বাংলাদেশের নাজিরপাড়া বিওপি’র আওতাধীন নারিকেল কাঠি সংলগ্ন ‘সাইফুলের ঘের’ নামক বিরুপ ভূমি রুপের জলাবদ্ধ স্থান দিয়ে প্রবেশের চেষ্টা করবে।

নিজস্ব গোয়েন্দাদের এই তথ্যের গুরুত্ব অনুধাবন করে, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক একটি চৌকস দল নির্বাচন করে একটি নিশ্ছিদ্র অভিযানের নীলনকশা প্রণয়ন করেন।অধিনায়কের সূক্ষ্ম পরিকল্পনা ও নির্দেশনার ফলস্বরূপ,
‎আজ, ২৮ অক্টোবর ২০২৫ তারিখ, আনুমানিক ০১:০০ ঘটিকায় নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-৬ হতে প্রায় ৫০০ গজ উত্তর-পশ্চিমে, ঘন ও গহীন ঝোপঝাড়ের আড়ালে আভিযানিক দলটি কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ০২:০০ ঘটিকায়, টহলদলের তীক্ষ্ণ নজরদারিতে ৪/৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে রাতের আঁধারে মায়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের দিকে নাফ নদী হয়ে খাল ধরে ঘেরের পানি দিয়ে সন্তর্পণে মাদকের ভারী বস্তাসহ সাঁতার দিয়ে আসতে সনাক্ত করা হয়। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে, বিজিবি দল যখন মাদক কারবারিদেরকে আত্মসমর্পণের জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, ঠিক তখনই মাদক কারবারিরা অতর্কিতভাবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। নিশ্চিত গ্রেফতার থেকে নিজেদেরকে বাঁচাতে, তারা মাদকের বস্তাগুলো দ্রুত পানিতে ভাসিয়ে দিয়ে রাতের গভীর অন্ধকারের সুযোগে ডুব সাঁতার দিয়ে পার্শ্ববর্তী গ্রামে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে, টহলদল ঘটনাস্থল ঘিরে রেখে পানিতে দীর্ঘ সময় পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করে চোরাকারবারীদের ফেলে যাওয়া কয়েকটি বস্তা হতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১,৮০,০০০ (এক লক্ষ আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সমর্থ হয়। বিজিবি’র সতর্ক সীমান্ত প্রহরা এবং নিবিড় গোয়েন্দা নজরদারির ফলস্বরূপ এই অভিযান সফল হলেও, পাচারকারীরা সাময়িকভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

‎পলাতক আসামীর বিস্তারিত নিম্নরুপঃ
‎ জয়নাল আবেদীন (৩৩), পিতা -ইমান হোসেন।
‎ঠিকানাঃ গ্রাম-খানকার ডেইল, ওয়ার্ড নাম্বার ০৯, টেকনাফ পৌরসভা, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

‎ পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু এবং আটককৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ মডেল থানায় দ্রুত হস্তান্তর করা হবে।

এই সফল অভিযান বিজিবি’র পেশাদারিত্ব, দেশপ্রেম এবং সীমান্ত সুরক্ষায় তাদের ‘জিরো টলারেন্স’ নীতির এক সমুজ্জ্বল ও আপোসহীন দৃষ্টান্ত।