ঢাকা , রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশীর আত্মীয়-স্বজনকে দেখাতে সহযোগিতা করল বিজিবি – বিএসএফ স্বৈরাচার তাড়ানো তরুণরাই দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: জামায়াত আমির সেন্টমার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযানে ১টি ট্রলিং বোট ও থাই জালসহ ১৯ জন গ্রেফতার। সৌদি আরব অবৈধ প্রবাসীদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে জাওয়াজাত।  প্রেমের টানে সিলেট থেকে আটপাড়ায় প্রেমিকা, নোটারি পাবলিকের মাধ্যমে সম্পন্ন হলো বিয়ে বারহাট্টায় সরকারি রাস্তা নিয়ে সংঘর্ষ, শিশু ও বৃদ্ধসহ আহত ৪ ‎ সাধারণ মানুষের আস্থার প্রতীক মোঃ সোলায়মান খোকা তালুকদার ভোলাহাটে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব, সংহতি ও হাঁরঘে পদ্মা বাঁচাও এর দাবীতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত!!  সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ 

টেকনাফ সদরের মেরিন ড্রাইভ এলাকা দিয়ে শাপলাপুর হতে টেকনাফ শিশুপার্ক এলাকার দিকে গমনকৃত একটি অটোরিক্সায় যাত্রীর বেশে মাদক কারবারীরা বিপুল পরিমাণ বাংলা মদ সহ আটক

মেহেদী হাসান আরফাত 

টেকনাফ উপজেলা প্রতিনিধি

 

সীমান্তের নিরাপত্তায় এবং মাদক চোরাচালান দমনে কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পৃথক দুইটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলা মদসহ চারজন পাচারকারীকে গ্রেফতার করেছে।

 

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ সদরের মেরিন ড্রাইভ এলাকা দিয়ে শাপলাপুর হতে টেকনাফ শিশুপার্ক এলাকার দিকে গমনকৃত একটি অটোরিক্সায় যাত্রীর বেশে মাদক কারবারীরা বিপুল পরিমাণ বাংলা মদ পরিবহন করবে। মাদকদ্রব্যের অপব্যবহার ও কারবারীদের অবৈধ কার্যক্রম নস্যাৎ করতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক কয়েকটি চৌকস টহলদল মোতায়েনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেন। পরিকল্পনা অনুযায়ী গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখ ১৯৪৫ ঘটিকায় লম্বরীঘাট ও এর আশপাশের এলাকায় একাধিক টহল মোতায়েন পূর্বক নজরদারি জোরদার করা হয়। উক্ত সময়ে লম্বরীঘাট এলাকায় যানবাহন তল্লাশীকালে একটি অটোরিক্সাযোগে একজন চালক এবং তিনজন আসনধারীকে রাস্তায় তল্লাশীর জন্য থামানোর প্রাক্কালে অটোরিক্সার পিছনের সিটে বসা দুইজন অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এসময় টহল দলের সদস্যরা সন্দেহভাজন অটোরিক্সাটির সামনের এবং পিছনের সিটের নিচে তল্লাশি করে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২৪ লিটার বাংলা মদ উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।

 

ধৃত আসামীদের নাম ও বিস্তারিত নিম্নরুপঃ

নাম- নুরুল আমিন, পিতা- আব্দুল মজিদ।

ঠিকানাঃ গ্রাম-মংখালি চাকমা পাড়া (ওয়ার্ড- ৯ নং), থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার ।

, নাম- শফিকুল, পিতা- নুর আহম্মদ।

ঠিকানাঃ গ্রাম-হ্নীলা (ওয়ার্ড-০১ নং), পোস্ট-টেকনাফ, জেলা- কক্সবাজার।

 

অজ্ঞাত আসামীঃ

২/৩ জন।

জব্দকৃত আলামতঃ

বাংলা মদ-২৪ লিটার।

 

এছাড়াও, ঐদিনই গ্রেফতারকৃত দুইজন আসামীর দেয়া তথ্য অনুযায়ী অপর একটি অভিযানে টেকনাফ থানাধীন মেরিন ড্রাইভ রোড সংলগ্ন শাপলাপুর হতে সাবরাংগামী একটি অটোরিক্সায় যাত্রীর আড়ালে মাদক কারবারীদের মাদক পরিবহনের সময়, গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখ ২২২০ ঘটিকায় তুলাতুলি ঘাট ও এর আশপাশে মোতায়েন করা বিজিবি টহলদল একটি অটোরিক্সা তুলাতুলি বিজিবি অস্থায়ী চেকপোস্টের কাছাকাছি আসলে থামানোর জন্য সংকেত দেয়। বিজিবি সদস্যদের দেখতে পেয়ে, রাস্তায় অটোরিক্সা থামিয়ে ২/৩ জন ব্যাক্তি দৌড়ে পালিয়ে গেলেও দুইজন বিজিবি’র টহল দলের কাছে ধরা পড়ে। পরে, অটোরিক্সাটি তল্লাশি করে পিছনের সিটের নিচ থেকে বিশেষভাবে লুকানো ০৪ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। ধৃত আসামীদের নাম ও বিস্তারিত নিম্নরুপঃ

 

ধৃত আসামীদের নাম ও বিস্তারিত নিম্নরুপঃ

আক্তার হোসেন, পিতা- মোঃ কালু।

ঠিকানা- গ্রামঃ সাবরাং মন্ডলপাড়া, ০৪ নং ওয়ার্ড, পোস্টঃ টেকনাফ, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার।

,মোঃ সোহেল, পিতা- আবুল হোসেন।

ঠিকানা- গ্রামঃ করাচিপাড়া, ০২ নং ওয়ার্ড, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার।

 

অজ্ঞাত আসামীঃ

২/৩ জন।

জব্দকৃত আলামতঃ

বাংলা মদ-৪ লিটার।

 

টেকনাফ ব্যাটেলিয়ান (২ বিজিবি) কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানগুলো অপরাধ দমনে বিজিবি’র জিরো টলারেন্স নীতিরই উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের নিরাপত্তা নিশ্চিত এবং মানুষের জীবন রক্ষায় এই ধরনের সাহসী ও কার্যকরী প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

মাদক পাচার চক্রের ধৃত সকল আসামিদেরকে স্থানীয় থানায় হস্তান্তর এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার,

টেকনাফ সদরের মেরিন ড্রাইভ এলাকা দিয়ে শাপলাপুর হতে টেকনাফ শিশুপার্ক এলাকার দিকে গমনকৃত একটি অটোরিক্সায় যাত্রীর বেশে মাদক কারবারীরা বিপুল পরিমাণ বাংলা মদ সহ আটক

আপডেট টাইমঃ ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

মেহেদী হাসান আরফাত 

টেকনাফ উপজেলা প্রতিনিধি

 

সীমান্তের নিরাপত্তায় এবং মাদক চোরাচালান দমনে কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পৃথক দুইটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলা মদসহ চারজন পাচারকারীকে গ্রেফতার করেছে।

 

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ সদরের মেরিন ড্রাইভ এলাকা দিয়ে শাপলাপুর হতে টেকনাফ শিশুপার্ক এলাকার দিকে গমনকৃত একটি অটোরিক্সায় যাত্রীর বেশে মাদক কারবারীরা বিপুল পরিমাণ বাংলা মদ পরিবহন করবে। মাদকদ্রব্যের অপব্যবহার ও কারবারীদের অবৈধ কার্যক্রম নস্যাৎ করতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক কয়েকটি চৌকস টহলদল মোতায়েনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেন। পরিকল্পনা অনুযায়ী গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখ ১৯৪৫ ঘটিকায় লম্বরীঘাট ও এর আশপাশের এলাকায় একাধিক টহল মোতায়েন পূর্বক নজরদারি জোরদার করা হয়। উক্ত সময়ে লম্বরীঘাট এলাকায় যানবাহন তল্লাশীকালে একটি অটোরিক্সাযোগে একজন চালক এবং তিনজন আসনধারীকে রাস্তায় তল্লাশীর জন্য থামানোর প্রাক্কালে অটোরিক্সার পিছনের সিটে বসা দুইজন অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এসময় টহল দলের সদস্যরা সন্দেহভাজন অটোরিক্সাটির সামনের এবং পিছনের সিটের নিচে তল্লাশি করে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২৪ লিটার বাংলা মদ উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।

 

ধৃত আসামীদের নাম ও বিস্তারিত নিম্নরুপঃ

নাম- নুরুল আমিন, পিতা- আব্দুল মজিদ।

ঠিকানাঃ গ্রাম-মংখালি চাকমা পাড়া (ওয়ার্ড- ৯ নং), থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার ।

, নাম- শফিকুল, পিতা- নুর আহম্মদ।

ঠিকানাঃ গ্রাম-হ্নীলা (ওয়ার্ড-০১ নং), পোস্ট-টেকনাফ, জেলা- কক্সবাজার।

 

অজ্ঞাত আসামীঃ

২/৩ জন।

জব্দকৃত আলামতঃ

বাংলা মদ-২৪ লিটার।

 

এছাড়াও, ঐদিনই গ্রেফতারকৃত দুইজন আসামীর দেয়া তথ্য অনুযায়ী অপর একটি অভিযানে টেকনাফ থানাধীন মেরিন ড্রাইভ রোড সংলগ্ন শাপলাপুর হতে সাবরাংগামী একটি অটোরিক্সায় যাত্রীর আড়ালে মাদক কারবারীদের মাদক পরিবহনের সময়, গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখ ২২২০ ঘটিকায় তুলাতুলি ঘাট ও এর আশপাশে মোতায়েন করা বিজিবি টহলদল একটি অটোরিক্সা তুলাতুলি বিজিবি অস্থায়ী চেকপোস্টের কাছাকাছি আসলে থামানোর জন্য সংকেত দেয়। বিজিবি সদস্যদের দেখতে পেয়ে, রাস্তায় অটোরিক্সা থামিয়ে ২/৩ জন ব্যাক্তি দৌড়ে পালিয়ে গেলেও দুইজন বিজিবি’র টহল দলের কাছে ধরা পড়ে। পরে, অটোরিক্সাটি তল্লাশি করে পিছনের সিটের নিচ থেকে বিশেষভাবে লুকানো ০৪ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। ধৃত আসামীদের নাম ও বিস্তারিত নিম্নরুপঃ

 

ধৃত আসামীদের নাম ও বিস্তারিত নিম্নরুপঃ

আক্তার হোসেন, পিতা- মোঃ কালু।

ঠিকানা- গ্রামঃ সাবরাং মন্ডলপাড়া, ০৪ নং ওয়ার্ড, পোস্টঃ টেকনাফ, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার।

,মোঃ সোহেল, পিতা- আবুল হোসেন।

ঠিকানা- গ্রামঃ করাচিপাড়া, ০২ নং ওয়ার্ড, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার।

 

অজ্ঞাত আসামীঃ

২/৩ জন।

জব্দকৃত আলামতঃ

বাংলা মদ-৪ লিটার।

 

টেকনাফ ব্যাটেলিয়ান (২ বিজিবি) কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানগুলো অপরাধ দমনে বিজিবি’র জিরো টলারেন্স নীতিরই উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের নিরাপত্তা নিশ্চিত এবং মানুষের জীবন রক্ষায় এই ধরনের সাহসী ও কার্যকরী প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

মাদক পাচার চক্রের ধৃত সকল আসামিদেরকে স্থানীয় থানায় হস্তান্তর এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।