
সোহাগ গাজী, স্টাফ রিপোর্টার
জ্ঞান কেবল তথ্যের ভাণ্ডার নয়;
এটি মানুষের অন্তরের পথ প্রদীপ,
যা দিশা দেখায়, পরিবর্তন আনে,
আর আত্মার গভীরে আলো ছড়িয়ে দেয়।
সেই বিশ্বাস থেকেই রূপান্তরের তারুণ্য আয়োজন করছে একটি চিন্তা-উদ্দীপক পাঠচক্র “রোড টু সাকসেস – সত্যজিৎ চক্রবর্তী” বইকে কেন্দ্র করে।
আজ ৩১ শে অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় সরকারি কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ মুক্ত মঞ্চে ছাউনিতে রুপান্তরের তারুণ্য সংগঠন আয়োজন করে পাঠচক্র।
এই পাঠচক্র সকলের এক যৌথ যাত্রা-
যেখানে শুধু শব্দ পড়বে না, পড়বে নিজেদের সম্ভাবনা, সংগ্রাম ও সাফল্যের দর্শন। বইটি শেখাবে: সাফল্য কোনো দূরের পাহাড় নয়, বরং প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপে গড়ে ওঠা এক পথ- Road to Success.
প্রাথমিকভাবে সেখানে প্রথম সপ্তাহে বইয়ের অর্ধেক অংশ- অর্থাৎ, বইয়ের সূচিপত্র অনুযায়ী “চ্যালেঞ্জ: দ্যা হিডেন মিনিং অফ লাইফ” থেকে “চ্যালেঞ্জ নিন, আত্মবিশ্বাসী হোন” পর্যন্ত পড়া হয়।
এসময় রুপান্তরের তারুণ্যের সংগঠনের সকল সদস্য, পাঠকবৃন্দসহ বি়ভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে বলা হয়
আসুন, আমরা একসাথে চলি সেই পথ ধরে, যেখানে বই আমাদের শেখাবে জয় নয়, বরং অর্থপূর্ণ জীবনের মানে খুঁজে নেওয়া।

অনলাইন ডেস্কঃ 
















