
তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ প্রতিনিধি:
আপনার কাছে না আমার দু:খগুলো
জমা রাখতে চাই
আপনি রাখবেন?রাখবেন আমার দু:খগুলো,
রেখে দিন না দয়া করে।
আমারতো তেমন কোন সম্পদ নাই,
দু:খগুলোই মহামুল্যবান সম্পদ,
আমি না, এগুলো আর আগলে রাখতে পাচ্ছিনা,
আবার নির্ভরযোগ্য, তেমন কোন জায়গাও খুঁজে
পাচ্ছিনা,
আমার সারাজীবনের অর্জনএই মহা মুল্যবান সম্পদ গচ্ছিত রাখার মতো।
আমি জানি,
আমার এই হৃষ্টপুষ্ট, তরতাজা দু :খগুলো
আপনার লকারে
খুব যত্নে আর,নিরাপদে থাকবে।
রাখুননা,রেখে দিননা, দয়া করে।
বিনিময়ে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো।
বিশ্বাস করুন চির কৃতজ্ঞ থাকবো।
সাইফুন/০৫/১০/২০২৫

অনলাইন ডেস্কঃ 
















