ঢাকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
৫৯ বিজিবি ভোলাহাট সীমান্তে হতে ১২ টি ভারতীয় চোরাই মোবাইল আটক গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী ৬০ তম রক্তের গ্রুপ নির্ণয় নির্বাচন করার ঘোষণা দিলেন উপদেষ্টা আসিফ নেত্রকোনায় মাদকবিরোধী মানববন্ধন আটপাড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশীর আত্মীয়-স্বজনকে দেখাতে সহযোগিতা করল বিজিবি – বিএসএফ স্বৈরাচার তাড়ানো তরুণরাই দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: জামায়াত আমির সেন্টমার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযানে ১টি ট্রলিং বোট ও থাই জালসহ ১৯ জন গ্রেফতার। সৌদি আরব অবৈধ প্রবাসীদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে জাওয়াজাত।  প্রেমের টানে সিলেট থেকে আটপাড়ায় প্রেমিকা, নোটারি পাবলিকের মাধ্যমে সম্পন্ন হলো বিয়ে

ধর্ষণচেষ্টাকারী যুবকের বিশেষ অঙ্গ কেটে দিলেন চাচাতো বোন

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি)

 

রাজশাহীর বাগমারায় ধর্ষণচেষ্টার অভিযোগে জাহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের বিশেষ অঙ্গ কেটে নেওয়ার খবর পাওয়া গেছে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বৃহস্পতিবার রাত ১০টায় দিকে বাগমারা উপজেলার গোয়ালকান্দী ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মন্ডলপাড়ায় ভুক্তভোগী নারীর বাড়ির পাশে একটি খরের ঘরে এ ঘটনা ঘটে।

জাহিদুল ইসলাম উপজেলার একই গ্রামের আনিছুর রহমানের ছেলে। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক। জাহিদুল এমন ঘটনা আগেও ঘটিয়েছে বলে স্বজনরা নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, বিকেলে এলাকার হামিরকুৎসা বাজার থেকে ফিরে ভুক্তভোগী নারীর বাড়িতে ওঠে জাহিদুল। এ সময় তার হাতে ছিল দুটি কোমল পানীয়র বোতল। অনেকক্ষণ পর, পাশের খরের ঘর থেকে চিৎকার করে উঠে জাহিদুল। প্রতিবেশীরা জানতে পেরে এগিয়ে এসে দেখেন, রক্তে তার পুরো লুঙ্গি ভিজে গেছে। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে ভ্যান এবং পরে মাইক্রোবাসে করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কোমল পানীয়র দুটি ফাঁকা বোতল ও রক্তমাখা স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে ভুক্তভোগী নারীর পরিবার বলেন, জোর করে ধর্ষণের চেষ্টার কারণে এমন হয়েছে। কী দিয়ে আসলে বিশেষ অঙ্গ কাটা হয়েছে, তা কেউ নিশ্চিত করতে পারেনি।

জাহিদুলের পরিবারের লোকজন বলেন, তাদের এমন ঘনিষ্ঠতা নিয়ে পরিবার অনেক আগে থেকে মানা করে আসছে। রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় জাহিদুলকে। সেখানে অস্ত্রোপচার করা হয় তার। এখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

৫৯ বিজিবি ভোলাহাট সীমান্তে হতে ১২ টি ভারতীয় চোরাই মোবাইল আটক

ধর্ষণচেষ্টাকারী যুবকের বিশেষ অঙ্গ কেটে দিলেন চাচাতো বোন

আপডেট টাইমঃ ১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি)

 

রাজশাহীর বাগমারায় ধর্ষণচেষ্টার অভিযোগে জাহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের বিশেষ অঙ্গ কেটে নেওয়ার খবর পাওয়া গেছে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বৃহস্পতিবার রাত ১০টায় দিকে বাগমারা উপজেলার গোয়ালকান্দী ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মন্ডলপাড়ায় ভুক্তভোগী নারীর বাড়ির পাশে একটি খরের ঘরে এ ঘটনা ঘটে।

জাহিদুল ইসলাম উপজেলার একই গ্রামের আনিছুর রহমানের ছেলে। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক। জাহিদুল এমন ঘটনা আগেও ঘটিয়েছে বলে স্বজনরা নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, বিকেলে এলাকার হামিরকুৎসা বাজার থেকে ফিরে ভুক্তভোগী নারীর বাড়িতে ওঠে জাহিদুল। এ সময় তার হাতে ছিল দুটি কোমল পানীয়র বোতল। অনেকক্ষণ পর, পাশের খরের ঘর থেকে চিৎকার করে উঠে জাহিদুল। প্রতিবেশীরা জানতে পেরে এগিয়ে এসে দেখেন, রক্তে তার পুরো লুঙ্গি ভিজে গেছে। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে ভ্যান এবং পরে মাইক্রোবাসে করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কোমল পানীয়র দুটি ফাঁকা বোতল ও রক্তমাখা স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে ভুক্তভোগী নারীর পরিবার বলেন, জোর করে ধর্ষণের চেষ্টার কারণে এমন হয়েছে। কী দিয়ে আসলে বিশেষ অঙ্গ কাটা হয়েছে, তা কেউ নিশ্চিত করতে পারেনি।

জাহিদুলের পরিবারের লোকজন বলেন, তাদের এমন ঘনিষ্ঠতা নিয়ে পরিবার অনেক আগে থেকে মানা করে আসছে। রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় জাহিদুলকে। সেখানে অস্ত্রোপচার করা হয় তার। এখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।