ঢাকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
৫৯ বিজিবি ভোলাহাট সীমান্তে হতে ১২ টি ভারতীয় চোরাই মোবাইল আটক গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী ৬০ তম রক্তের গ্রুপ নির্ণয় নির্বাচন করার ঘোষণা দিলেন উপদেষ্টা আসিফ নেত্রকোনায় মাদকবিরোধী মানববন্ধন আটপাড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশীর আত্মীয়-স্বজনকে দেখাতে সহযোগিতা করল বিজিবি – বিএসএফ স্বৈরাচার তাড়ানো তরুণরাই দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: জামায়াত আমির সেন্টমার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযানে ১টি ট্রলিং বোট ও থাই জালসহ ১৯ জন গ্রেফতার। সৌদি আরব অবৈধ প্রবাসীদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে জাওয়াজাত।  প্রেমের টানে সিলেট থেকে আটপাড়ায় প্রেমিকা, নোটারি পাবলিকের মাধ্যমে সম্পন্ন হলো বিয়ে

ধানক্ষেতে পড়ে ছিল এক নারীর নিথর দেহ—চেনা গেল না মুখ, জানা গেল না নাম

 

নিজস্ব প্রতিবেদক,

 

একটি মুখ, যাকে কেউ আর চিনতে আসেনি। একটি শরীর, যার পাশে ছিল না কোনো আত্মীয় কিংবা স্বজন। নাটোরের সিংড়ায় ধানক্ষেতের নরম কাদায় নিঃসাড় পড়ে ছিল এক নারীর গলাকাটা নিথর দেহ—যার পরিচয় আজও অজানা।

 

সোমবার (৯ জুন) বিকেলটা যখন ধীরে ধীরে সন্ধ্যার দিকে এগোচ্ছে, তখনই ফলিয়া ব্রিজের পাশ দিয়ে হাঁটতে গিয়ে স্থানীয় এক বৃদ্ধ দেখেন ধানক্ষেতের কিনারে অচেনা এক নারীর রক্তাক্ত লাশ। সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক—খবর যায় সিংড়া থানা পুলিশে।

 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার। কিছুক্ষণ পরই আসে সিআইডি ও পিবিআই-এর দল, আলামত সংগ্রহে নেমে পড়ে তারা। ধানক্ষেতের বাতাসে তখন কেবল লাশের নিঃশব্দ উপস্থিতি আর তদন্ত কর্মকর্তাদের ব্যস্ত পদচারণা।

 

বয়স আনুমানিক ৪৫, গলায় কাটা দাগ। মুখে ছিল না কোনো চিহ্ন, যা দিয়ে বলা যায়—এই ছিলেন অমুকের মেয়ে, স্ত্রী কিংবা মা। পরিচয়হীন এই নারীকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে।

 

সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “আমরা এখনও তাঁর নাম বা পরিচয় জানতে পারিনি। তবে তদন্ত চলছে। আশা করি দ্রুতই কিছু জানতে পারব।”

 

শুধু প্রশ্ন থেকেই যায়—কারা ছিল এই নারীর আপনজন? কে বা কারা তাকে হত্যা করল? কেন? উত্তর মিলবে কি কখনো? নাকি আরেকটি অজানা নামহীন লাশ হিসেবেই হারিয়ে যাবে এই নারীর পরিচয়?

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

৫৯ বিজিবি ভোলাহাট সীমান্তে হতে ১২ টি ভারতীয় চোরাই মোবাইল আটক

ধানক্ষেতে পড়ে ছিল এক নারীর নিথর দেহ—চেনা গেল না মুখ, জানা গেল না নাম

আপডেট টাইমঃ ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক,

 

একটি মুখ, যাকে কেউ আর চিনতে আসেনি। একটি শরীর, যার পাশে ছিল না কোনো আত্মীয় কিংবা স্বজন। নাটোরের সিংড়ায় ধানক্ষেতের নরম কাদায় নিঃসাড় পড়ে ছিল এক নারীর গলাকাটা নিথর দেহ—যার পরিচয় আজও অজানা।

 

সোমবার (৯ জুন) বিকেলটা যখন ধীরে ধীরে সন্ধ্যার দিকে এগোচ্ছে, তখনই ফলিয়া ব্রিজের পাশ দিয়ে হাঁটতে গিয়ে স্থানীয় এক বৃদ্ধ দেখেন ধানক্ষেতের কিনারে অচেনা এক নারীর রক্তাক্ত লাশ। সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক—খবর যায় সিংড়া থানা পুলিশে।

 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার। কিছুক্ষণ পরই আসে সিআইডি ও পিবিআই-এর দল, আলামত সংগ্রহে নেমে পড়ে তারা। ধানক্ষেতের বাতাসে তখন কেবল লাশের নিঃশব্দ উপস্থিতি আর তদন্ত কর্মকর্তাদের ব্যস্ত পদচারণা।

 

বয়স আনুমানিক ৪৫, গলায় কাটা দাগ। মুখে ছিল না কোনো চিহ্ন, যা দিয়ে বলা যায়—এই ছিলেন অমুকের মেয়ে, স্ত্রী কিংবা মা। পরিচয়হীন এই নারীকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে।

 

সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “আমরা এখনও তাঁর নাম বা পরিচয় জানতে পারিনি। তবে তদন্ত চলছে। আশা করি দ্রুতই কিছু জানতে পারব।”

 

শুধু প্রশ্ন থেকেই যায়—কারা ছিল এই নারীর আপনজন? কে বা কারা তাকে হত্যা করল? কেন? উত্তর মিলবে কি কখনো? নাকি আরেকটি অজানা নামহীন লাশ হিসেবেই হারিয়ে যাবে এই নারীর পরিচয়?