
হাবিবুল ইসলাম
আটপাড়া উপজেলা প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ নেত্রকোনা–৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ড. রফিকুল ইসলাম হিলালী, সাধারণ সম্পাদক, নেত্রকোনা জেলা বিএনপি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
সাক্ষাৎকারে ড. রফিকুল ইসলাম ইলালী বলেন,
“বিগত বছরগুলোতে আমরা নানা নির্যাতনের শিকার হয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের চূড়ান্ত সিদ্ধান্তে আমাকে এই আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে। এই অর্জন কেন্দুয়া–আটপাড়ার প্রতিটি মানুষ, ত্যাগী নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত ভালোবাসা ও দোয়ার ফল।”
তিনি আরও বলেন,
“দলের সকল সম্মানিত মনোনয়ন প্রত্যাশী ও তাঁদের অনুসারীদের প্রতি আহ্বান জানাই— আমরা সবাই একই পরিবারের সদস্য। আমরা প্রতিদ্বন্দ্বী ছিলাম, কিন্তু কখনোই প্রতিপক্ষ নই। আমাদের লক্ষ্য এক, আদর্শ এক, পতাকা এক।”
নিজের প্রতি ভালোবাসা ও আস্থার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,
“আমিও মানুষ, ভুল-ত্রুটির ঊর্ধ্বে নই। তাই বিনম্র অনুরোধ— কোনো রাগ, অভিমান বা বিভাজন না রেখে ভালোবাসা, দোয়া ও সহযোগিতার হাত বাড়িয়ে আমার পাশে দাঁড়ান।”
ড. রফিকুল ইসলাম হিলালী আশাবাদ ব্যক্ত করেন যে, একাত্মতা ও ঐক্যের মাধ্যমে আটপাড়া-কেন্দুয়া বাসিন্দারা আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন,
“আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করতে চাই এবং বাংলাদেশকে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই।”
ড. রফিকুল ইসলাম হিলালী
মনোনীত প্রার্থী, বিএনপি
সংসদীয় আসন-১৫৮, নেত্রকোনা–৩ (কেন্দুয়া–আটপাড়া)
সাধারণ সম্পাদক, নেত্রকোনা জেলা বিএনপি
সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি

অনলাইন ডেস্কঃ 



















