
ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি:-
খাগড়াছড়ির পানছড়িতে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আওয়ামী-যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ বাহিনী ।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে পানছড়ি থানার এসআই (নিঃ) মো. হাসান মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে উপজেলার ৩নং পানছড়ি ইউনিয়নের পানছড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মো. ফারুক হোসেন (৪০) উপজেলা যুবলীগের সদস্য এবং পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের টিএন্ডটি টিলার হাজী মমিন আলীর পুত্র।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, “গ্রেফতারের পর আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এমন বহু বিতর্কিত ও প্রভাবশালী ফ্যাসিস্ট নেতা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। যে কোন মুহুর্তে এরা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে রাষ্ট্রীয় ভাবমুর্তি ক্ষুন্ন করতে পারে। তারা প্রশাসনের কাছে এসব ব্যক্তির দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অনলাইন ডেস্কঃ 



















