
ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ-
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার একজন অনন্য সমাজসেবক হিসেবে পরিচিত হচ্ছেন হিল আনসার সদস্য মোঃ কফিল উদ্দিন। দায়িত্বশীল আনসার সদস্য হিসেবে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সমাজের কল্যাণে নীরবে কাজ করে যাচ্ছেন— যা স্থানীয়দের মাঝে দৃষ্টান্ত স্থাপন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি এ পর্যন্ত প্রায় ১৫০টিরও বেশি কবর খনন ও লাশের গোসল করানোর দায়িত্ব পালন করেছেন। ধর্মীয় অনুপ্রেরণা ও মানবিক দায়বদ্ধতা থেকেই তিনি এই কাজগুলো বিনামূল্যে করে আসছেন। সমাজে মানবিক মূল্যবোধ ক্রমে বিলীন হয়ে যাওয়ার সময়েও তাঁর এই নিঃস্বার্থ সেবা এক বিরল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
এছাড়াও, মোঃ কফিল উদ্দিন নিজ উদ্যোগে দুর্গম এলাকায় সেনাবাহিনী ও আনসার ক্যাম্পসহ সাধারণ মানুষের জন্য বিনামূল্যে পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করে দিয়েছেন, যেখানে এখনো সরকারি বা স্থানীয়ভাবে পর্যাপ্ত সেবা পৌঁছেনি। মানবকল্যাণমূলক এসব কাজের পাশাপাশি তিনি বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী প্রচারণা ও জনসচেতনতামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
স্থানীয়দের মতে, মোঃ কফিল উদ্দিন এমন একজন মানুষ যিনি কোনো স্বার্থ বা বিনিময়ের প্রত্যাশা ছাড়াই সমাজের প্রয়োজনে সর্বদা সবার আগে এগিয়ে আসেন। তাঁর নীরব, নিষ্ঠাবান ও মানবিক প্রচেষ্টা আজ পানছড়ি তথা পুরো এলাকার মানুষের কাছে এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে।

অনলাইন ডেস্কঃ 
















