ঢাকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
৫৯ বিজিবি ভোলাহাট সীমান্তে হতে ১২ টি ভারতীয় চোরাই মোবাইল আটক গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী ৬০ তম রক্তের গ্রুপ নির্ণয় নির্বাচন করার ঘোষণা দিলেন উপদেষ্টা আসিফ নেত্রকোনায় মাদকবিরোধী মানববন্ধন আটপাড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশীর আত্মীয়-স্বজনকে দেখাতে সহযোগিতা করল বিজিবি – বিএসএফ স্বৈরাচার তাড়ানো তরুণরাই দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: জামায়াত আমির সেন্টমার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযানে ১টি ট্রলিং বোট ও থাই জালসহ ১৯ জন গ্রেফতার। সৌদি আরব অবৈধ প্রবাসীদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে জাওয়াজাত।  প্রেমের টানে সিলেট থেকে আটপাড়ায় প্রেমিকা, নোটারি পাবলিকের মাধ্যমে সম্পন্ন হলো বিয়ে

পানছড়িতে ৩ বিজিবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ-

 

 

দেশপ্রেম, গৌরব ও ঐতিহ্যের ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৩ ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী খাগড়াছড়ির পানছড়িতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম। বিশেষ অতিথি ছিলেন ৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. রবিউল ইসলাম, ৩২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল কামরান কবির উদ্দিন এবং ৭ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস ।

 

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশনা ও বিজিবির গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে ৩ বিজিবির ক্যাপ্টেন নাইমুল মুসফিক ব্যাটালিয়নের ৭৬ বছরের ঐতিহ্য ও সাফল্যের বিবরণ উপস্থাপন করেন।

 

 

তিনি জানান, ১৯৪৮ সালের ১ নভেম্বর সিলেটের শমসেরনগর থেকে ৩ বিজিবির যাত্রা শুরু হয়। ১৯৬১ সালে ব্যাটালিয়নটি স্থানান্তরিত হয় শ্রীমঙ্গলে। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে অনন্য বীরত্বের পরিচয় দেয় ইউনিটটি, যেখানে ১৮ জন সাহসী সদস্য শহিদ হন।

 

রাঙামাটি, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, পিলখানা, কুষ্টিয়া ও ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন শেষে ১৯৯৯ সালে ব্যাটালিয়নটি পায় সম্মানজনক রেজিমেন্টাল কালার পতাকা। বর্তমানে ৩ বিজিবি খাগড়াছড়ি রিজিয়নের অধীনে ‘অপারেশন উত্তোরণ’-এর দায়িত্ব পালন করছে।

 

 

বক্তারা বলেন, “৩ বিজিবি সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিজিবির এই নিবেদিতপ্রাণ ভূমিকা দেশের সার্বভৌমত্ব রক্ষায় অনন্য দৃষ্টান্ত।”

 

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাটালিয়ন সদর দপ্তর প্রাঙ্গণ সাজানো হয় বর্ণিল সাজে। কেক কাটা, স্মৃতিচারণ, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

৫৯ বিজিবি ভোলাহাট সীমান্তে হতে ১২ টি ভারতীয় চোরাই মোবাইল আটক

পানছড়িতে ৩ বিজিবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত

আপডেট টাইমঃ ০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ-

 

 

দেশপ্রেম, গৌরব ও ঐতিহ্যের ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৩ ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী খাগড়াছড়ির পানছড়িতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম। বিশেষ অতিথি ছিলেন ৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. রবিউল ইসলাম, ৩২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল কামরান কবির উদ্দিন এবং ৭ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস ।

 

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশনা ও বিজিবির গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে ৩ বিজিবির ক্যাপ্টেন নাইমুল মুসফিক ব্যাটালিয়নের ৭৬ বছরের ঐতিহ্য ও সাফল্যের বিবরণ উপস্থাপন করেন।

 

 

তিনি জানান, ১৯৪৮ সালের ১ নভেম্বর সিলেটের শমসেরনগর থেকে ৩ বিজিবির যাত্রা শুরু হয়। ১৯৬১ সালে ব্যাটালিয়নটি স্থানান্তরিত হয় শ্রীমঙ্গলে। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে অনন্য বীরত্বের পরিচয় দেয় ইউনিটটি, যেখানে ১৮ জন সাহসী সদস্য শহিদ হন।

 

রাঙামাটি, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, পিলখানা, কুষ্টিয়া ও ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন শেষে ১৯৯৯ সালে ব্যাটালিয়নটি পায় সম্মানজনক রেজিমেন্টাল কালার পতাকা। বর্তমানে ৩ বিজিবি খাগড়াছড়ি রিজিয়নের অধীনে ‘অপারেশন উত্তোরণ’-এর দায়িত্ব পালন করছে।

 

 

বক্তারা বলেন, “৩ বিজিবি সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিজিবির এই নিবেদিতপ্রাণ ভূমিকা দেশের সার্বভৌমত্ব রক্ষায় অনন্য দৃষ্টান্ত।”

 

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাটালিয়ন সদর দপ্তর প্রাঙ্গণ সাজানো হয় বর্ণিল সাজে। কেক কাটা, স্মৃতিচারণ, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।