
শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার জেলার কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়ন কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
১। সদর দপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক বাংলাদেশের অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে বিনামূলে চিকিৎিসা প্রদানের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এরই অংশ হিসেবে কক্সবাজার রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে চিকিৎসা সেবার পরিকল্পনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ১১০০ ঘটিকা হতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম এর নেতৃত্বে ঘুমধুম বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত প্রায় ৩৫০-৪০০ জন অসহায়, গরীব ও দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইন উপস্থিত ছিলেন রিজিয়ন সদর দপ্তর, কক্সবাজার এর সম্মানিত রিজিয়ন কমান্ডার ব্রিগেঃ জেনারেল মোহাম্মদ আকসার খান, এনডিসি, পিএসসি, পিএইচডি।
অধিনায়ক বলেন, “বিজিবি সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সব সময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্কঃ 



















