
আদিলুর রহমান আদিল
ময়মনসিংহ, গফরগাঁও উপজেলা প্রতিনিধি
ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে রফিকউল্লাহ রহমান (৩৫) নামের এক ব্যক্তি দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। আগুনে ভস্মীভূত হয়েছে অন্তত ১৮টি বসতঘর। রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টার দিকে উপজেলার জামিরদিয়া গ্রামের কলাবাগান এলাকায় তোফাজ্জল হোসেনের ভাড়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকউল্লাহ রহমান হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া গ্রামের সুরুজ্জামানের ছেলে। তিনি জামিরদিয়া এলাকায় একটি কারখানায় চাকরি করতেন এবং পরিবারসহ ওই ভাড়া বাসায় থাকতেন। অগ্নিকাণ্ডের সময় ঘর থেকে মালামাল বের করতে গিয়ে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়দের দাবি, একটি গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং একে একে সব ঘরে আগুন ধরে যায়। স্থানীয়রা পানি ও বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, “আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অন্তত ১৮টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।” ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে

অনলাইন ডেস্কঃ 
















