
মদন প্রতিনিধি
নেত্রকোনা মদনে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, ভুট্টা, শীতকালীন, পেঁয়াজ, মসুর ডাল, ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রোজ বুধবার (৫ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা কৃষি অফিস কার্যালয়ের সামনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান এর সভাপতিত্বে ও উপজেলা উপসহকারী কৃষি অফিসার দিদারুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ অলিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মদন উপজেলা শাখার নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি দৈনিক আমাদের সময় মদন উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, ও সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়া, ও সাংবাদিক রাজীব সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মদন পৌরসভা সহ
(৮ ইউপির) কৃষকগন সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ সময় মদন পৌরসভা সহ ৮ ইউনিয়নের
১ হাজার ৪ শত কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

অনলাইন ডেস্কঃ 

















