
নিউজ ডেস্কঃ
“মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠন” সবসময়ই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার সংগঠনটি একটি ব্যতিক্রমী উদ্যোগ নিতে যাচ্ছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অচিরেই *এতিম শিশুদের জন্য কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা* আয়োজন করা হবে। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো—এসব এতিম ছাত্রদের উৎসাহ দেওয়া ও কুরআনের প্রতি ভালোবাসা গড়ে তোলা।
সম্প্রতি সংগঠনের অভ্যন্তরীণ বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত বৈঠকে সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং বিষয়টি বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠন এর সভাপতি আশিকুর রহমান, সিনিয়র সহ সভাপতি সাদিকুর রহমান সাদী, সহ সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ,কোষাধ্যক্ষ মুফতী বায়জিদ আহমেদ ,দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ দপ্তর সম্পাদক মিজানুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক মোস্তাকিম শেখ শুভ,ত্রান বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক ইউসুফ আহমেদ, ধর্ম বিষয়ক সহ সম্পাদক মো: শরিফ, সম্মানীত সদস্য রাফিন মুন্না এবং নাজমুল সহ আরো অনেকেই।
সংগঠনের সভাপতি জানান, *“আমরা কেবল প্রতিযোগিতার আয়োজন করছি না, বরং এর মাধ্যমে এতিম শিশুদেরকে ইসলামী শিক্ষায় উদ্বুদ্ধ করে একটি আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নিতে চাই।”*
সাধারন সম্পাদক না উপস্থিত না থাকায় বাকিরা বক্তব্য দিয়ে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।
এই মহৎ উদ্যোগ সফল হলে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করার পরিকল্পনা রয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

অনলাইন ডেস্কঃ 
















