
আদিলুর রহমান আদিল
ময়মনসিংহ গফরগাঁও উপজেলা প্রতিনিধি।
ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামে ঘটেছে এক হৃ’দ’য়বিদারক ও বিভীষিকাময় ঘটনা। ২২ সেপ্টেম্বর গভীর রাতে অ’জ্ঞা’ত দু’র্বৃ’ত্তরা মোস্তাকুল আলম খানের সহধর্মিণী এবং মায়ের কবর খুঁড়ে ক”ঙ্কা”ল চুরি করে নিয়ে যায়।
রহিমা খাতুন বার্ধক্যজনিত কারণে ছয় মাস আগে মৃ”ত্যুব’রণ করেন এবং রিনা আক্তার দুই বছর আগে ব্রে”ন টি”উ”মারে আক্রান্ত হয়ে মা”রা যান। তাদের কবর দুটি পাশাপাশি ছিল।
মানুষের মৃ”তু”র প”র শা:ন্তি নেই। মৃ:ত্যু:রপর মানুষ মানুষের ক:ব:র থেকে তুলে নিয়ে যায়। আমরা বাস করি কোন সভ্য দেশে। বেঁচে থাকতে নি:রা:পত্তা নেই মৃ:ত্যু:রপর পরিবার একটু ক:বরে:র পাশে শান্তনা নিবে সেটাও নাই৷
সত্যিই ভ”য়”ঙ্ক”র ও আজব ঘটনা। কবর থেকে ক”ঙ্কাল চু”রি করা একদিকে মানবতার জন্য অপমানজনক, অন্যদিকে এটি নৈতিকতার চরম লঙ্ঘন।

অনলাইন ডেস্কঃ 



















