
শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে অপহরণ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে র্যাব-১৫। ২৮ অক্টোবর দুপুরে র্যাব-১৫ টেকনাফ মডেল থানাধীন সাবরাং ইউনিয়নের খুরের মুখ এলাকায় অভিযান পরিচালনা করে জিম্মি থাকা আলমগীরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক ২৯ অক্টোবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৫ অক্টোবর রাতে কক্সবাজার পৌরসভার পিটি স্কুল এলাকা থেকে মো. আলমগীর (৩১) নামে ওই ব্যবসায়ী নিখোঁজ হন। তিন দিনের তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ অক্টোবর দুপুরে র্যাব-১৫ টেকনাফ মডেল থানাধীন সাবরাং ইউনিয়নের খুরের মুখ এলাকায় অভিযান পরিচালনা করে জিম্মি থাকা আলমগীরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন অপহরণ চক্রের এক সদস্য মো. রবিউল হাসানকে (১৯) হাতেনাতে আটক করতে সক্ষম হলেও চক্রের মূল হোতারা পালিয়ে যেতে সক্ষম হয়। আটক রবিউল হাসান টেকনাফ সদর এলাকার বাসিন্দা। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে আটক আসামিসহ জড়িত অন্যান্যদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করেছে।

অনলাইন ডেস্কঃ 



















