
ইকবাল ভূঁইয়া
বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা
নেত্রকোনার আটপাড়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উত্তম কুমার পাল গত ২রা মার্চ ২০২৪ইং তারিখ যোগদান করেন। যোগদানের পর থেকেই হাসপাতালের শত সমস্যার সম্মুখীন হয়েও উপজেলাবাসীর সেবা দিচ্ছেন। ডাক্তার সহ অন্যান্য পদে জনবলের তীব্র অভাবকে মাথায় নিয়ে কাজ করে যাচ্ছেন এই কর্মকর্তা উত্তম কুমার পাল। যোগদানের পরই গর্ভবতী মহিলাদের সিজার কার্যক্রম চালু করেন। ফলে ডেলিভারি রোগীদের অসহনীয় কষ্ট লাগব হয়।হাসপাতালের দীর্ঘ দিনের অপরিছন্নতা, দুর্গন্ধ দুর হয়েছে যা অন্য যে কোন সময়ের চেয়ে ভাল। হাসপাতাল জুড়ে নিরাপত্তা ব্যবস্হা জোরদার করতে এবং অন্ধকার দুর করতে প্রয়োজনীয় সংখ্যক লাইটের ব্যবস্হা করায় রাতের বেলায় হাসপাতালগামী মানুষ ও রোগীরা চলাচলে স্বাছন্দ্যবোদ করেন। ইনডোরে নার্সদের সেবা দানে কোন কমতি নেই বা কোন অভিযোগও উঠেনি। তিনি যোগদানের পর টিবি রোগ নির্ণয়ের জিম এক্সপার্ট মিশিন চালু করেন।বর্তমানে আল্ট্রাসনো মিশিন থাকলেও মেডিকেল অফিসার না থাকায় মিশিনটি বন্ধ আছে।অন্য দিকে অপারেটরের অভাবে এক্সরে মিশিনটিও বন্ধ । নার্স ও রোগীদের দুর্ভোগ পোহাতে আই পি এস চালু করেছেন।স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উত্তম কুমার পাল যোগদানের পর তাঁর একান্ত প্রচেষ্টায় নেত্রকোনার উপজেলা পর্যায়ে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ রোড মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে জনবলের অভাবে উপজেলাবাসী প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতালের ভিতর দিয়ে বাহিরের বৃষ্টির পানি নিষ্কাশন হওয়ার বিষয়টি উনার নজরে আসা মাত্র নিজ উদ্যোগে তার সমাধান করেছেন। তিনি বলেন জনবলের তীব্র সংকটকে মাথায় নিয়েও উপজেলাবাসীর সেবা দিয়ে যাচ্ছি। জনবল সংকট দুর হলে স্বাস্থ্যসেবার মান বাড়বে।

অনলাইন ডেস্কঃ 
















