
শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ৩১অক্টোবর সন্ধ্যা রাত সাড়ে ৭টারদিকে (চট্রমেট্রো-জ-১১-২০১৯) নং পালকি পরিবহন কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার সময় হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছলে হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাং যাওয়া দুই মোটর সাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ভেতরে ঢুকে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পূর্ব পাশে লবণ মাঠে উল্টে পড়ে যায়।
এতে বাসে চাপা পড়া মোটর সাইকেল আরোহী হোয়াব্রাংয়ের মৃত নাগু সওদাগরের পুত্র জকির আহমদ জেকি (৪০) এবং মোহাম্মদ আলীর পুত্র সিফাত (১৪)সহ বাসে থাকা ১৫/২০জন যাত্রী আহত হয়। এই দুঘর্টনার খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেকি মারা যায়। মৃতদেহ আপাতত বাড়িতে নেওয়া হয়েছে। গুরুতর আহত সিফাত আইএমও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এই দুঘর্টনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অনলাইন ডেস্কঃ 
















