
মো মোজাম্মেল হক, উখিয়া উপজেলা প্রতিনিধি:
কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান পরিচালনা করে খুন,ডাকাতি, অস্ত্র, মাদক মামলা সহ মোট ১২টি মামলার আসামি শীর্ষ মাদক সম্রাট জাহাঙ্গীর আলম সহ মোট ০৩ (তিন) জনকে গ্রেফতার করেছে র্যাব ১৫।
১। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ বিকাল বেলা সিপিসি-১ (টেকনাফ), র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন ০২নং হ্নীলা ইউপিস্থ লেদায় অভিযান পরিচালনা করে খুন, ডাকাতি, অস্ত্র, মাদক মামলা সহ মোট ১২টি মামলার আসামী জাহাঙ্গীর আলম (৩৫), কে ধৃত করে। আসামি জাহাঙ্গীরকে ধৃত করার সময় এবং ধৃত করার পরে তার শোর চিৎকার ও তার নির্দেশে তার সহযোগী ৫০/৬০ জন সন্ত্রাসী দলবদ্ধ হয়ে র্যাবের আভিযানিক দল ও সঙ্গীয় ফোর্সের উপর লাটি সোটা নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে ও রাস্তা ব্যারিকেড দিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের নিক্ষিপ্ত ইট -পাথরের আঘাতে র্যাবের কয়েক জন সদস্য আহত হয়।
২। পরবর্তীতে ঘটনাস্থল হতে আসামী জাহাঙ্গীরের দুই জন সহযোগী মোঃ ছালাম(১৮)(রোহিঙ্গা) ও মোঃ আনোয়ার হোসাইন (২৭) ‘কে র্যাব কৌশলে আটক পূর্বক তাদের হেফাজত ও দখল হতে ২(দুই)টি লাটি ও ৭ টুকরো ইট ভাঙ্গা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উল্লেখ্য যে, ধৃত আসামী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিজিবি টহল টিমের উপর হামলা, খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ মোট ১২ টি মামলা রয়েছে।
৩। গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা:
ক) জাহাঙ্গীর আলম(৩৫), পিতা- মৃত লাল মিয়া, মাতা- মৃত ওয়াছ খাতুন, সাং- লেদা, পূর্ব পাড়া, হ্নীলা ইউপি, ০৮ নং ওয়ার্ড, থানা- টেকনাফ
খ) মোঃ ছালাম(১৮)(রোহিঙ্গা) , পিতা- মৃত আঃ হামিদ, মাতা- সানজিদা বেগম, সাং- ক্যাম্প নং-২৪ , লেদা পুরাতন শরনার্থী ক্যাম্প, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ
গ) মোঃ আনোয়ার হোসাইন(২৭), পিতা- ছৈয়দ নূর, মাতা- মৃত আয়েশা বেগম, সাং- দক্ষিণ ঝাপুয়া, কালামারছড়া ইউপি ০৫ নং ওয়ার্ড, থানা- মহেশখালী, এ/পি-লেদা, পুরাতন স্টেশন, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ, সর্ব জেলা-কক্সবাজার।
৪। ঘটনায় সংশ্লিষ্ট আসামীর বিরুদ্ধে র্যাবের উপরে আক্রমণ করায় এ সংক্রান্তে টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

অনলাইন ডেস্কঃ 



















