
হাবিবুল ইসলাম
আটপাড়া উপজেলা প্রতিনিধি:
নেত্রকোণার আটপাড়া উপজেলায় আনুষ্ঠানিকভাবে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষকরা। দীর্ঘদিনের বিভিন্ন দাবি মধ্যে তিন দফা দাবির আদায়ের বিষয়ে কর্তৃপক্ষের সুস্পষ্ট উদ্যোগ না থাকায় আন্দোলনের অংশ হিসেবে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
সোমবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা সম্মিলিতভাবে জানিয়ে দেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কোনো ধরনের বার্ষিক পরীক্ষা নেবেন না। একইসঙ্গে তারা কেন্দ্রীয় ভাবে দাবি মেনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দ্রুত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন —এখলাছুর রহমান, স্বপন কুমার তালুকদার, সাইফুল ইসলাম, ইকবাল বাহার, নাজমুল হক, লুৎফর রহমান, আবুল ফজল, আবু জাহান সাদেক, সিরাজুল ইসলাম, এস. এম. হিরন, মোশারফ হোসেন পলাশ, সারোয়ার জাহানসহ আরও অনেকে।
শিক্ষকরা জানান, বারবার আশ্বাস দিলেও তাদের মূল তিন দফা দাবিগুলোর ১১ নভেম্বর মন্ত্রণালয় মেনে নেওয়ার আশ্বাস দিলে ও কোন সুস্পষ্ট না হওয়ায় শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, সুবিধা ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। বাধ্য হয়ে আন্দোলন ও পরীক্ষা বর্জনের মতো কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে।
এ সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই দ্রুত সমাধান চেয়ে শিক্ষক ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

অনলাইন ডেস্কঃ 


















