
হাবিবুর ইসলাম
আটপাড়া উপজেলা প্রতিনিধিঃ
নেত্রকোণার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সহবাজপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের বাস্তব চিত্র উদ্বেগজনক। জানা গেছে, প্রকল্পের নির্মিত ৫০টি ঘরের মধ্যে প্রায় ৩৪টি ঘর দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে, যা সরকারি উদ্যোগের কার্যকারিতা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঘরগুলো নির্মাণ সম্পন্ন হলেও অনেক সুবিধাভোগী সেখানে উঠেননি। কেউ কেউ তালিকাভুক্ত থাকলেও বিভিন্ন কারণে ঘর ব্যবহার করছেন না। এতে প্রকল্পের মূল লক্ষ্য—ভূমিহীন ও গৃহহীন পরিবারকে স্থায়ী আবাস প্রদান—ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর প্রশ্ন,
“মানুষকে থাকার ব্যবস্থা করে দিতে সরকার এত অর্থ ব্যয় করেছে, সেই ঘরগুলো খালি পড়ে থাকবে কেন?”
তারা অভিযোগ করেন, দীর্ঘদিন খালি ঘর পড়ে থাকার কারণে এলাকায় অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে এবং সরকারি সম্পদ নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ছে। স্থানীয়দের দাবি, সুবিধাভোগীর তালিকা পুনরায় যাচাই, প্রকৃত গৃহহীনদের অগ্রাধিকার নিশ্চিত করা এবং খালি ঘরগুলো দ্রুত ব্যবহারযোগ্য করার জন্য প্রশাসনের উদ্যোগ জরুরি।
সহবাজপুর গ্রামবাসী আশা করছে, যথাযথ নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের উদ্দেশ্য বাস্তবে প্রতিফলিত হবে এবং প্রকৃত গৃহহীন পরিবারগুলো মাথাগোঁজার ঠিকানা পাবে।

অনলাইন ডেস্কঃ 


















