
মেহেদী হাসান আরফাত
টেকনাফ উপজেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী।
শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউপির উলুচামরি কোনা পাড়া এলাকায় মিজানের বসতঘর থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
নৌবাহিনী জানায়, শীর্ষ সন্ত্রাসী মিজানুর রহমান ওরফে লম্বা মিজানের বসতঘরে আগ্নেয়াস্ত্র মজুদের খবরে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ অভিযান পরিচালনা করে। ওই সময় লম্বা মিজানের বসতঘর তল্লাশি করে বিদেশী পিস্তল একটি, দেশি পিস্তল দুইটি, একনলা বন্দুক ১টি, গ্রেনেড ৪০ মি. মি. HE MG-3 ৭টি, গ্রেনেড ৪০ মি. মি. HE MG-4 ৩টি, লাইভএম্যুনিশন ৪৩ রাউন্ড, পিস্তল ম্যাগাজিন ১টি, পিস্তল বল ২ রাউন্ড, ফাকা কার্তুজ ২০ রাউন্ড এবং ৩টি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

অনলাইন ডেস্কঃ 


















