
শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপকূলীয় সাবরাং মুন্ডার ডেইল সাগরে জেলে মো. গফুরের জালে ধরা পড়েছে ১৫ মণ ওজনের বিশাল আকৃতির হাঙ্গর মাছ। স্থানীয়ভাবে এটিকে সিং সোয়াইং মাছও বলা হয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে গেলে জেলে গফুরের জালে মাছটি আটকা পড়ে।
গফুর বলেন, মাছটি বহন করতে বেশ কষ্ট হয়েছে। নৌকায় বহন করতে না পেরে মাছটি রশি দিয়ে বেধে টেনে আনা হয়ে হয়েছে। এই প্রথম দেখলাম এত বড় মাছ।
স্থানীয়রা বলেন, জোয়ারের পানির সাথে এটি ভেসে এসে জালে আটকে পড়ে বলে ধারণা করা হচ্ছে। তারা আরো জানান, সকালে কোন একসময় এটি আটকা পড়েছে।
ব্যবসায়ী শাহ আলম বলেন, এই মাছটিকে একনজর দেখতে উৎসুক জনতা ভিড় করে। বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা পর্যটকরাও ভিড় করে দেখতে। অনুমান করা হচ্ছে মাছটির
দুই থেকে আড়াই লাখ টাকায় বিক্রি হতে পারে। বিরল এ মাছ ধরা পড়ায় এলাকায় ব্যাপক উৎসাহ ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

অনলাইন ডেস্কঃ 


















