গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে ট্রলি ও ট্রাকের ধাক্কায় মোঃ মোজাহারুল ইসলাম (৪৭) নামে এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মোজাহারুল ইসলাম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মাছ খুড়িয়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে এবং বোচাগঞ্জ কারিগরি স্কুলের শিক্ষক ছিলেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা গোপালপুর এলাকায়। জানা গেছে, মোজাহারুল ইসলাম দুপুরে ব্যক্তিগত কাজে মোটরসাইকেলযোগে বীরগঞ্জে আসেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক্টর দ্রুতগতিতে এসে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়লে পেছন দিক থেকে আসা বীরগঞ্জগামী ঢাকা মেট্রো-অ-১৩-০০৩৮ নম্বরের একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য মোঃ জালাল উদ্দিন বলেন, আমাদের ভাই মোজাহারুল ইসলাম একজন আদর্শ শিক্ষক ছিলেন। ব্যক্তিগত কাজে বীরগঞ্জে এসে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক ও ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পরপরই উভয় গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর জানান, নিহত শিক্ষকের বড় ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ট্রাক ও ট্রাক্টর থানার হেফাজতে রাখা হয়েছে। কোনো পক্ষের আপত্তি না থাকায় নিহতের লাশ ও ব্যবহৃত মোটরসাইকেল স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত করছে এবং ঘাতক চালকদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা সূত্র।
সম্পাদক - মোঃ মনির হোসেন