ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ-
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার গিলাতলী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলাদেশী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩ ব্যাটালিয়ন।
রবিবার (২ নভেম্বর ২০২৫) বিকাল ৪টার দিকে গিলাতলী বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. আইউবুর রহমানের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গিলাতলী বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার উত্তর-পূর্ব দিকে নতুন পাড়া এলাকায়, মূল সীমান্ত পিলার থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে টহল দলটি অভিযান চালায়। এ সময় ভারতীয় সীমান্তে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিভিন্ন ধরনের দেশীয় মালামাল উদ্ধার করা হয়।
আটককৃত মালামালের মধ্যে ছিল—‘সিস্টেম প্লাস’ নামের কীটনাশক বিভিন্ন আকারের পাত্র, ‘বনলতা সালসা’, ‘ব্যাবিসেট’ কীটনাশক, এবং বিভিন্ন প্রজাতির শুকনো মাছ—যেমন চ্যাপা শুটকি, শাপলা পাতা শুটকি, পাতা শুটকি ও হাঙ্গর শুটকি, যার বাজার মূল্য ৩,১০১০০/- তিন লক্ষ দশ হাজার একশত টাকা মাত্র
পানছড়ি ৩ বিজিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
সম্পাদক - মোঃ মনির হোসেন