
আটপাড়া উপজেলা প্রতিনিধি
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় প্রেমের টানে সিলেট (হবিগঞ্জ) থেকে এক প্রেমিকা ছুটে এসে প্রিয়জনকে বিয়ে করেছেন।
জানা যায়, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ভবানিপুর গ্রামের নিকিল দেবের মেয়ে সুমা রানি দেব দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার পাঁচগজ গ্রামের রজিত চন্দ্র দেবনাথের ছেলে সমিরণ দেবনাথের সঙ্গে।
সম্পর্কের টানে সুমা রানি দেব সম্প্রতি সমিরণের বাড়িতে চলে আসেন। পরে পরিবারের সিদ্ধান্তে এবং পারস্পরিক সম্মতিতে দুজনেই নোটারি পাবলিক ময়মনসিংহের মাধ্যমে “বিবাহ সংক্রান্ত হলফনামা” করে আইনত বিয়ে সম্পন্ন করেন।
নোটারি দলিলে উভয় পক্ষ নিজেদের প্রাপ্তবয়স্ক ও স্বাধীন ইচ্ছায় বিয়েতে রাজি আছেন বলে ঘোষণা দিয়েছেন। এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
এদিকে, বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনাও চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, হলফনামায় বর হিসেবে সমিরণ দেবনাথ ও কনে হিসেবে সুমা রানি দেব স্বাক্ষর করেছেন।
তাদের বিবাহের নোটারি দলিলটি ১০০ টাকার স্ট্যাম্পে ময়মনসিংহে সম্পন্ন হয়।

অনলাইন ডেস্কঃ 


















