
বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে এক সাংবাদিককে প্রকাশ্যে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে মোঃ ওমর ফারুক (৩৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দৈনিক আজকের আলোকিত সকাল-এর বিশেষ প্রতিনিধি ও বনপাড়া রাইশা ডিজিটালের মালিক মোঃ শাহিন (৩২) বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে জানা যায়, গত ১০ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক ৮টার দিকে শাহিন ও ওমর ফারুকের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে রাত ৯টার দিকে অফিস থেকে বাড়ি ফেরার সময় রশিদ ডিলারের মোড়ে পৌঁছালে ওমর ফারুক তার পথরোধ করে জনসমক্ষে তেড়ে আসে। শাহিন মোটরসাইকেল নিয়ে সরে যাওয়ার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে অকথ্য গালিগালাজ, ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
শাহিন জানান—
“সে অত্যন্ত অসৎ ও মামলাবাজ প্রকৃতির মানুষ। তার আচরণে আমার প্রাণনাশের আশঙ্কা রয়েছে।”
ঘটনার পর তিনি বিষয়টি পরিবারকে জানান। পরদিন সকালে তিনি অবগত করেন বড়াইগ্রাম শাখা বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোঃ সুরুজ আলীকে। পরিবারের পরামর্শে কিছুটা বিলম্বে থানায় অভিযোগ দাখিল করেন বলেও উল্লেখ করেন তিনি।
অভিযোগে দুইজন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে—
১) মোঃ মাহমুদুল হাসান (৩৫), আহ্বায়ক, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব
২) সাংবাদিক মোঃ সুরুজ আলী (৫৫), যুগ্ম আহ্বায়ক, বড়াইগ্রাম শাখা বাংলাদেশ প্রেস ক্লাব
ভুক্তভোগী শাহিন তার অভিযোগে দ্রুত নিরাপত্তা নিশ্চিতকরণ ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অনলাইন ডেস্কঃ 



















