
মদন (নেত্রকোনা) প্রতিনিধি।
জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মোওলা (৬০) নামের এক বৃদ্ধাকে বেধড়ক মারপিট ও কুপিয়ে গুরুত্ব রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।
নেত্রকোনার মদন উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের ধনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, গোবিন্দশ্রী ইউনিয়নের ধনপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মঞ্জুল হকের পরিবারের সঙ্গে আব্দুল মোওলার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃদ্ধা আব্দুল মোওলা মিয়া আসরের নামাজ শেষ করে মসজিদ থেকে বাড়ির দিকে যাচ্ছিল, এমন সময় পূর্ব পরিকল্পিত উৎপাতে থাকে প্রতিপক্ষের মৃত আব্দুর রহমানের ছেলে মনজুরুল হক (৪০), তাইনুল হক (৩৮),আমিরুল হক ( ৩৫), তাইজুল হক(৩০) সহ ১০ থেকে ১৫ মিলে মৌলা মিয়াকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। আব্দুল মোওলা কে বাঁচাতে গিয়ে প্রতিবেশী রুপালি মিয়া (৪৫), রেহেনা আক্তার ( ৩৬), সাইফুল ইসলাম (৪০), লাকি আক্তার ( ৩৫), সহ আরোও ৪ জন আহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় আব্দুল মোওলাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়া কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত আব্দুল মোওলার ছেলে হৃদয় খান রাব্বি (২৭) বাদী হয়ে (২১ নভেম্বর) শুক্রবার রাতেই মনজুরুল হক (৪৫)কে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে মদন থানায় মামলা দায়ের করেছেন প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে।
এ ঘটনা মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামসুল আলম শাহ বলেন, এই ঘটনা থানায় মামলা মামলা হয়েছে আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অনলাইন ডেস্কঃ 


















