
শহীদুল ইসলাম শাহেদ কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার জেলার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল কর্তৃক মাদকবিরোধী অভিযানে ১,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও মোবাইলসহ ০১ জন আসামী আটক করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।
অদ্য ০৭ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১৬০০ ঘটিকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ রেজুখাল চেকপোষ্টের একটি নিয়মিত তল্লাশীদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হতে কক্সবাজারগামী ০১টি নোহা মাইক্রো তল্লাশী করে সন্দেহভাজন ০১জন ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে এক্সরে এর মাধ্যমে পরীক্ষা করতঃ পেটের ভেতর হতে ১,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বর্ণিত মাদকদ্রব্য পাচারে ব্যবহৃত ০১ টি এ্যান্ড্রয়েড মোবাবাইলসহ মোঃ আবু সাইদ (২৭), পিতা-মোঃ সুর ইসলাম, গ্রাম- চর গোদা নওয়া গাও, পোষ্ট-সরাইল, থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, জেলা- কক্সবাজারকে আটক করতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, আটককৃত আসামীকে বার্মিজ ইয়াবা ও অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতঃ পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম পক্রিয়াধীন।
অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

অনলাইন ডেস্কঃ 

















