
ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ-
পার্বত্য এলাকার সীমান্ত নিরাপত্তা জোরদারকরণসহ শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৩ ব্যাটালিয়ন, লোগাং জোন।
গত শনিবার (১৩ ডিসেম্বর) থেকে পার্বত্য অঞ্চলে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়। এর পাশাপাশি জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (১৫ ডিসেম্বর) চেঙ্গী ইউনিয়নের চন্দ্র কারবারী পাড়া ও লোগাং ইউনিয়নের অংজ মগপাড়ায় বিশুদ্ধ পানীয় জলের সুবিধার্থে নলকূপ স্থাপন করা হয়। একইসঙ্গে উযেয়া বৌদ্ধ বিহারের ছাউনির জন্য টিন প্রদান এবং লোগাং বাজার জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজনের লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এ উপলক্ষে স্থানীয় হেডম্যান, কারবারী ও সাধারণ জনগণের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় লোগাং জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ”তিনি আরও বলেন, ভবিষ্যতেও পার্বত্য এলাকার জনগণের কল্যাণে বিজিবির এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্কঃ 


















