ঢাকা , মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ভালুকায় স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা করলেন   বিএনপি নেতা মুর্শেদ আলম নেত্রকোনা-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী আজাদের মনোনয়নপত্র দাখিল টেকনাফে সাগর পথে বিজিবি’র অভিযানে পাচারকালে হত্যা মামলার আসামীসহ মানব পাচার হাত থেকে ১৭জন ভিকটিম উদ্ধার। জামায়াতের সঙ্গে জোটে যোগ দিয়েছে এনসিপি ও এলডিপি কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা,  খাগড়াছড়ি-২৯৮ আসনে মনোনয়ন দৌড়ে ১৫ প্রার্থী, নির্বাচনী উত্তাপ বাড়ছে ভোলাহাটে ভার্ক-এর আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত!  সুনামগঞ্জের দুই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে ধোঁয়াশা, ভাইরাল চিঠিতে বিভ্রান্তি

আটপাড়ায় ধানের শীষের প্রচারণায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির বাধা

হাবিবুল ইসলাম 

আটপাড়া উপজেলা প্রতিনিধিঃ

 

 

 

আটপাড়ায় ধানের শীষের প্রচারণায় ৩নং নুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির কুতুব উদ্দিন নেতৃত্বে ছাত্রদল নেতার বাড়িতে হামলা এক পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নেত্রকোনার আটপাড়া উপজেলায় ধানের শীষের প্রচারণাকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনায় এক পরিবারের ওপর হামলা, মারধর, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আটপাড়া থানাধীন ৩নং নুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর এলাকার বাসিন্দা মোঃ কফিল উদ্দিন হক তালুকদার (৫৮) তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সম্প্রতি ধানের শীষের প্রচারণাকে কেন্দ্র করে সেই বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।

অভিযোগে বলা হয়, গত ২০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে কফিল উদ্দিন হক তালুকদারসহ পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করে।

এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলার সময় বাধা দিতে গেলে নারীসহ পরিবারের একাধিক সদস্য গুরুতর আহত হন।

ভুক্তভোগীর অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা এ সময় প্রাণনাশের হুমকি দেয়, যার ফলে পরিবারটির সদস্যরা চরম আতঙ্কের মধ্যে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ঘটনার পরপরই কফিল উদ্দিন হক তালুকদার ন্যায়বিচারের আশায় আটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে আটপাড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই

আটপাড়ায় ধানের শীষের প্রচারণায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির বাধা

আপডেট টাইমঃ ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

হাবিবুল ইসলাম 

আটপাড়া উপজেলা প্রতিনিধিঃ

 

 

 

আটপাড়ায় ধানের শীষের প্রচারণায় ৩নং নুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির কুতুব উদ্দিন নেতৃত্বে ছাত্রদল নেতার বাড়িতে হামলা এক পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নেত্রকোনার আটপাড়া উপজেলায় ধানের শীষের প্রচারণাকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনায় এক পরিবারের ওপর হামলা, মারধর, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আটপাড়া থানাধীন ৩নং নুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর এলাকার বাসিন্দা মোঃ কফিল উদ্দিন হক তালুকদার (৫৮) তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সম্প্রতি ধানের শীষের প্রচারণাকে কেন্দ্র করে সেই বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।

অভিযোগে বলা হয়, গত ২০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে কফিল উদ্দিন হক তালুকদারসহ পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করে।

এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলার সময় বাধা দিতে গেলে নারীসহ পরিবারের একাধিক সদস্য গুরুতর আহত হন।

ভুক্তভোগীর অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা এ সময় প্রাণনাশের হুমকি দেয়, যার ফলে পরিবারটির সদস্যরা চরম আতঙ্কের মধ্যে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ঘটনার পরপরই কফিল উদ্দিন হক তালুকদার ন্যায়বিচারের আশায় আটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে আটপাড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।