
মোঃ আমিনুল ইসলাম মন্ডল
পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি নেত্রকোনা জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও পূর্বধলা উপজেলা শাখার সভাপতি।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি দলের শীর্ষস্থানীয় পাঁচজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনিছুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আজাদ বলেন, “জাতীয় পার্টি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনে বিশ্বাসী। জনগণের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতেই আমি এই আসন থেকে নির্বাচন করছি। নির্বাচিত হলে পূর্বধলার সার্বিক উন্নয়নে কাজ করব, ইনশাআল্লাহ।”
মনোনয়ন জমাদানের সময় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মেহের আলী, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. জুয়েল মিয়া এবং জাতীয় যুব সংহতি পূর্বধলা উপজেলা শাখার আহ্বায়ক আজিজুল হাকিম।

অনলাইন ডেস্কঃ 


















