খুলনা প্রতিনিধি :
গাড়ি চুরি অসম্ভব এই স্লোগান কে সামনে রেখে চালু হয়েছে মাই জিপিএস ট্রাকিং ফ্রাঞ্চাইজি স্টোর এর।
মঙ্গলবার (২০ জানুয়ারি)খুলনা গোবরচাকা মেইন রোড ন্যাশনাল গার্লস হাই স্কুল মার্কেট হোটেল সিটি ইন গলিতে মাই জিপিএস ট্র্যাকিং ফ্রাঞ্চাইজি স্টোর খুলনা বিভাগীয় শাখার শুভ উদ্ভোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আনাম মটো ওয়ার্ল্ড এর সিইও মোঃ শফিকুর রহমান জয় এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাই জিপিএস ট্রাকিং সার্ভিসেস এর মাই জিপিএস ট্রাকিং এর ব্যবস্থাপনা পরিচালক অনেক চন্দ্র দে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর মফিজুর রহমান লাভলু,মাই জিপিএস ট্রাকিং এর ডিলারশিপ ম্যানেজার আলামিন ইসলাম প্রমুখ।
মাই জিপিএস ট্র্যাকিংয়ের কাজ হলো স্যাটেলাইট সিগন্যাল ব্যবহার করে কোনো যানবাহন বা বস্তুর সঠিক অবস্থান, গতি ও চলাচল রিয়েল-টাইমে নির্ণয় ও মনিটর করা, যা নিরাপত্তা বৃদ্ধি, চুরি প্রতিরোধ, জ্বালানি সাশ্রয়, রুট অপ্টিমাইজেশন এবং ফ্লিট ব্যবস্থাপনায় সহায়তা করে। এটি মূলত গাড়ি, পোষা প্রাণী বা মূল্যবান সামগ্রীর অবস্থান জানতে এবং সেগুলোকে সুরক্ষিত রাখতে ব্যবহৃত হয়।
আনাম মটো ওয়ার্ল্ড এর সিইও বলেন আজ উদ্বোধন করা হলো মাই জিপিএস ট্রাকিং ফ্রাঞ্চাইজি স্টোর আমি আশাবাদী গ্রাহকদের সর্বোচ্চ সহযোগিতা পেলে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এবং সব সময় ভালো মানের প্রোডাক্ট আপনাদের দিতে আমি সর্বাত্মক চেষ্টা করবো।
সম্পাদক - মোঃ মনির হোসেন