ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ যখন সারাদেশে ছড়িয়ে পড়েছে, ঠিক সেই সময় পাহাড়ি জনপদ পানছড়িতে দেখা গেল রাজনৈতিক পরিবর্তনের স্পষ্ট স্রোত। খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দিনব্যাপী নির্বাচনী কর্মসূচিতে অংশ নিতে আগমন করেন ২৯৮ নং সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুইঁয়া।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে তিনি পানছড়ির সাঁওতাল পাড়া শিব মন্দির পরিদর্শন করেন। সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, খোঁজখবর ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তিনি সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা পৌঁছে দেন। পরে মুহাম্মদপুর মধ্য নগর বাস টার্মিনাল এলাকায় আয়োজিত এক জনসভায় তিনি অংশ নেন, যেখানে মানুষের ঢল নামে।
জনসভায় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা বদলে নতুন আশার ঠিকানায় এসে দাঁড়ানো এসব নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির স্থানীয় নেতারা। আবেগঘন মুহূর্তে অনেকের চোখেমুখে নতুন প্রত্যাশার ঝিলিক দেখা যায়।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াদুদ ভুইঁয়া বলেন,
“এই এলাকার মানুষ বহু বছর ধরে বঞ্চিত, অবহেলিত। আমি নির্বাচিত হলে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও শিক্ষা কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবো।”
তিনি স্মৃতিচারণ করে বলেন, “আমি যখন সংসদ সদস্য ছিলাম, তখন এই এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও সামাজিক উন্নয়নে যে কাজগুলো করেছি, সেগুলোর সাক্ষী আজও আপনারা নিজেরাই।”
আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন,“জান্নাত ও জাহান্নামের মালিক একমাত্র মহান আল্লাহ। কেউ কাউকে জান্নাত দেওয়ার মালিক নয়। মানুষকে ভয় দেখিয়ে নয়—ভালোবাসা, সত্য ও ন্যায়ের পথে ডেকে আনাই রাজনীতির কাজ। তাই ধোঁকাবাজ ও বিভ্রান্তকারীদের থেকে দূরে থাকুন।”
জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নারী, যুবক, বয়োজ্যেষ্ঠসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশটি এক পর্যায়ে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রকাশে পরিণত হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর পানছড়িতে এমন প্রাণবন্ত ও আশাবাদী রাজনৈতিক পরিবেশ তারা দেখছেন, যেখানে ভয় নয়—ভরসা, হতাশা নয়—আশার কথাই বেশি শোনা যাচ্ছে।
সম্পাদক - মোঃ মনির হোসেন