
শাহ মোঃ মনির হোসেন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি—
সুনামগঞ্জের ধর্মপাশায় দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০৪(নভেম্বর)বৃহঃপতিবার বিকাল ২ টার দিকে ধর্মপাশা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশ্বরোড উকিলপাড়া হেলিপ্যাড মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ধর্মপাশা উপজেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এর সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক আব্দুল হক এর সঞ্চালনায়,
প্রধান অতিথি বক্তব্য দেন – সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনয়ন প্রার্থী আলহাজ্ব আনিসুল হক, প্রধান বক্তৃতা বক্তব্য দেন – সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আব্দুল মোতালিব খান, বিশেষ অতিথি বক্তব্য দেন – উপজেলা বিএনপি আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এস এম রহমত, যুগ্ম আহব্বায়ক জুলফিকার আলী ভুট্টো প্রমুখ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল, সহ সভাপতি কাজী মাজারুল হক, আফছর আলম চন্দন, আনফর আলী, সদস্য মামুনুর রশীদ শান্ত, মাহবুবুল আলম হাদিস আফজাল হোসেন স্বপন, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবীর, উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহবায়ক শাহ আলম প্রিন্স, সোহেল তাজ, মারুফ আহমেদ, মোঃ জাকির হোসেন, ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম হাবিবুল্লাহ,রোমান আহমেদ, তানভীর হোসেন তাজ, তানভীর আহমেদ, তোষার আহমেদ, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিক বৃন্দ ।
মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হন। দোয়া মাহফিলকে ঘিরে এলাকাজুড়ে ভিন্ন ধরনের পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তার সুস্থতা কামনা করে দেশজুড়ে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ দোয়া করছেন।
বক্তারা আরও বলেন, দলীয় নেত্রীর সুস্থতার পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা এবং সব মানুষের মঙ্গল কামনায় এ আয়োজন করা হয়েছে।
দোয়া পরিচালনা করেন স্থানীয় উপজেলা সাবেক যুব জমিয়তের সভাপতি আনোয়ার হোসেন আজাদী, মোনাজাত পাঠ করিয়েছেন কলেজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম । তিনি দেশনেত্রীর দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং উন্নত চিকিৎসা প্রাপ্তির জন্য বিশেষ মোনাজাত করেন।
দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকারীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

অনলাইন ডেস্কঃ 



















