
মোঃ মুনিরুল ইসলাম
গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে কৃষি জমি রক্ষা আইনকে তোয়াক্কা না করেই ধানের জমি কেটে অবাধে মাটি খনন করা হচ্ছে। অভিযোগ উঠেছে, ভেকু মেশিন মালিক জুলফিকার প্রকাশ্যেই এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানান, ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি খনন করা হলেও কোনো ধরনের সরকারি অনুমতির কাগজপত্র দেখাতে পারছে না সংশ্লিষ্টরা। এ বিষয়ে জুলফিকারকে অনুমতির কথা জিজ্ঞাসা করা হলে সে উদ্ধতভাবে জানায়—
“মাটি খননের কোনো অনুমতি লাগে না। জুলফিকার যা করবে, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে তাই হবে।”
এ ধরনের বক্তব্যে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তাদের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় জুলফিকার দীর্ঘদিন ধরেই কৃষিজমি নষ্ট করে পরিবেশ ও খাদ্য উৎপাদনের ওপর মারাত্মক হুমকি তৈরি করছে।
স্থানীয় সচেতন মহল বলছে, কৃষি জমিতে অনুমতি ছাড়া মাটি খনন সম্পূর্ণ বেআইনি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে এলাকায় চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হবে।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও রাধানগর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা অবিলম্বে অবৈধ মাটি খনন বন্ধ ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

অনলাইন ডেস্কঃ 


















