
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষন পরিষদ আটপাড়া উপজেলা শখা কমিটির ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি কে এম জসিম উদ্দিন এর স্বাক্ষরীত গত ২৩/২/২০২৫ইং তারিখে ঘোষিত ৭ সদস্য আংশিক কমিটিতে সাইফুল ইসলাম কে সভাপতি ও এইচ এম হিরনকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষনা করা হয়। আগামী ১বছর মেয়াদি এই কমিটি উপজেলায় মানবাধিকার সংরক্ষণে সমাজের নির্যাতিত, অধিকার বঞ্চিত মানুষের সেবায় কাজ করবে বলে আশা এলাকাবাসীর।