
মোঃ রনি রজব, ভোলাহাট প্রতিনিধি
খেলতে খেলতেই হারিয়ে গেল সে। কিছু বুঝে ওঠার আগেই, পুকুরের শান্ত জলে ডুবে নিভে গেল একটি নিষ্পাপ শিশুর প্রাণ।
মঙ্গলবার (২৭ মে) সকালটা ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের ছোট্ট জুনাইদ (৪) ঘর থেকে বেরিয়ে যায় খেলতে। হয়তো মাটির গাড়ি ঘোরাচ্ছিল, হয়তো প্রজাপতির পেছনে দৌড়াচ্ছিল—কিন্তু হঠাৎ করেই সবার অগোচরে পড়ে যায় পাশের পুকুরে।
অনেক খোঁজাখুঁজির পর সকাল ১০টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুনাইদের বাবা মো. রনি মিয়া বারবার ছেলের নাম ধরে ডেকেও কোনো সাড়া পাননি। পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন মা। প্রতিবেশীরাও স্তব্ধ—একটি মুহূর্তেই পাল্টে গেল সব।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
একটি অবুঝ প্রাণ, একটি নিষ্পাপ হাসি—সব হারিয়ে গেল পুকুরের জলে। এই মৃত্যু কেবল একটি পরিবারের নয়, এটি গোটা সমাজের সতর্কবার্তা। শিশুরা যেন নিরাপদে বড় হতে পারে—এটা আমাদের সবার দায়িত্ব।