
তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ জেলা সংবাদদাতা:
“শিক্ষা, ঐক্য, মুক্তি”—২৪-এর গণঅভ্যুত্থান থেকে উদ্ভূত এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের দিরাই উপজেলা শাখার উদ্যোগে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২জুন বৃহস্পতিবার (সুনামগঞ্জ)দিরাইয়ে উপজেলা প্রাঙ্গনে বিকাল ৩টার সময় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অংশগ্রহণ করেন দিরাই উপজেলার প্রতিনিধি ও সুনামগঞ্জ জেলার গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ। আলোচনা সভায় ছাত্র সমাজের অধিকার, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য তানভীর আহমেদ চৌধুরী।মিজানুর রহমানের সঞ্চালনায় তানভির চৌধুরী বলেন, “শিক্ষার মাধ্যমে নতুন রাজনীতিক বন্দোবস্ত এবং জাতিকে একটি উন্নত জাতিতে পরিণত করাই আমাদের ছাত্র সমাজের লক্ষ্য হওয়া উচিত। আর সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।”
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার প্রতিনিধি এন ডি ওসমান গনি, রেদোওয়ান হক নিহাল, মিজান, সাব্বির এবং দিরাই উপজেলার প্রতিনিধি সেজু মিয়া, আফাজ উদ্দিন প্রমূখ।
এই মতবিনিময় সভা নতুন প্রজন্মের ছাত্র সমাজের মধ্যে ঐক্য, নেতৃত্ব ও সংগ্রামের প্রতি দায়বদ্ধতা সৃষ্টি করে এবং ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।