ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
বারহাট্টায় সবজির বাজারের দাম উর্ধ্বগতি । বারহাট্টায় মাদকবিরোধী অভিযান। পানিতে ডুবে মা-মেয়ের মৃত্য সৌদি আরবের ঘুমন্ত যুবরাজ আলওয়ালিদ বিন খালেদ ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। প্রকল্পের কাজ না করেই টাকা আত্মসাৎ, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ।  কালিয়াকৈর-মাওনা সড়ক দুর্ঘটনায়: নিরাপদ সড়ক আন্দোলন-নিসআ গাজীপুর জেলার ৭২ ঘণ্টার আল্টিমেটাম সিরিয়ায় হামলা বন্ধ করতে হবে: রুবিওকে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। দৈনিক নেত্রপ্রকাশ-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় সেনাবাহিনীর মৎস্য সুরক্ষা অভিযান: ১৭ লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস নাটোরের লালপুরে মোল্লাপাড়া চরে সেনা অভিযানে অস্ত্র ও মাদকসহ কাকনের ভায়রা গ্রেফতার

মোবাইল গেম নিয়ে বিরোধে বড়াইগ্রামে ৯ বছরের স্কুলছাত্র হত্যা: মূল অভিযুক্ত গ্রেপ্তার

সুমি পারভীন 

ব্যুরো প্রধান রাজশাহী 

 

নাটোরের বড়াইগ্রামে মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে প্রাণ হারিয়েছে ৯ বছর বয়সী এক স্কুলছাত্র। নিহত শিশুর নাম মিনহাজ হোসেন আবির।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন একটি নির্মাণাধীন মিলে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

আবির বড়াইগ্রাম পৌর এলাকার মহিষভাঙ্গা মহল্লার বাসিন্দা মিলন হোসেনের একমাত্র ছেলে। সে বনপাড়া আদিব ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরদিন শুক্রবার সকালে, মাত্র ১২ ঘণ্টার মধ্যে ১২ বছর বয়সী অভিযুক্ত এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।

সন্ধ্যায় বড়াইগ্রাম থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন নাটোরের বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়।

 

তিনি জানান, মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে শিশু আবির ও অভিযুক্ত কিশোরের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত কিশোর পাশের পড়ে থাকা একটি ইট তুলে নিয়ে আবিরের মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই আবির মারা যায়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত কিশোর অপরাধের দায় স্বীকার করেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় নিহত আবিরের মোবাইল ফোনও।

 

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেনসহ থানার অন্যান্য কর্মকর্তারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের মধ্যে অপরাধ প্রবণতা প্রতিরোধে পরিবার ও সমাজকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

 

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শিশুদের মানসিক বিকাশে প্রযুক্তির ব্যবহার ও অভিভাবকীয় নজরদারি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে এ ঘটনা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বারহাট্টায় সবজির বাজারের দাম উর্ধ্বগতি ।

মোবাইল গেম নিয়ে বিরোধে বড়াইগ্রামে ৯ বছরের স্কুলছাত্র হত্যা: মূল অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট টাইমঃ ১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

সুমি পারভীন 

ব্যুরো প্রধান রাজশাহী 

 

নাটোরের বড়াইগ্রামে মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে প্রাণ হারিয়েছে ৯ বছর বয়সী এক স্কুলছাত্র। নিহত শিশুর নাম মিনহাজ হোসেন আবির।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন একটি নির্মাণাধীন মিলে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

আবির বড়াইগ্রাম পৌর এলাকার মহিষভাঙ্গা মহল্লার বাসিন্দা মিলন হোসেনের একমাত্র ছেলে। সে বনপাড়া আদিব ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরদিন শুক্রবার সকালে, মাত্র ১২ ঘণ্টার মধ্যে ১২ বছর বয়সী অভিযুক্ত এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।

সন্ধ্যায় বড়াইগ্রাম থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন নাটোরের বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়।

 

তিনি জানান, মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে শিশু আবির ও অভিযুক্ত কিশোরের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত কিশোর পাশের পড়ে থাকা একটি ইট তুলে নিয়ে আবিরের মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই আবির মারা যায়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত কিশোর অপরাধের দায় স্বীকার করেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় নিহত আবিরের মোবাইল ফোনও।

 

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেনসহ থানার অন্যান্য কর্মকর্তারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের মধ্যে অপরাধ প্রবণতা প্রতিরোধে পরিবার ও সমাজকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

 

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শিশুদের মানসিক বিকাশে প্রযুক্তির ব্যবহার ও অভিভাবকীয় নজরদারি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে এ ঘটনা।