ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর সদর থানা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে সংগঠনের সভাপতি মাওলানা মিজানুর রহমান আরেফীর সভাপতিত্বে আগামী ১৯ আগস্ট অনুষ্ঠিতব্য সংগঠন তৃনমুল প্রতিনিধি সম্মেলন-২০২৩ সফল করার লক্ষ্য শহরের কাঠপট্টি দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর সদর থানা শাখার সহ সভাপতি মাওলানা নূরুল ইসলাম , সহ সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম, সাংগঠনিক সম্পাদক মাওলনা আবু জাফর, সদস্য আঃ সবুর এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৯-আগস্ট সকাল ১০ টায় শহরের কাঠপট্টিস্থ সংগঠনের দলীয় কার্যালয়ে সবাইকে উপস্থিত থাকার আহবান জানান।
সম্পাদক - মোঃ মনির হোসেন